AIFF

Aiff: আগামী সেপ্টেম্বরেই হতে পারে এআইএফএফ-এর নির্বাচন

জাতীয় ক্রীড়া নীতি অনুযায়ী তৈরি হয়েছে এআইএফএফ-র নতুন সংবিধান। খসড়া জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের অনুমোদন এলেই হবে নির্বাচন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৭:৩৪
Share:

ফুটবল হাউজ। ফাইল ছবি।

আগামী সেপ্টেম্বরের শেষ দিকে হতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচন। এমনই জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকমণ্ডলীর সদস্য প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি।

Advertisement

ঠিক কবে নির্বাচন হবে, তা বলেননি কুরেশি। বলেছেন, ‘‘নির্বাচন প্রক্রিয়া শেষ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। সেপ্টেম্বরের শেষে একটা নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করবে।’’

নির্বাচনের আগেই এআইএফএফ-এর প্রস্তাবিত নতুন সংবিধান কার্যকর করা হবে। যা তৈরি করা হয়েছে জাতীয় ক্রীড়া নীতি অনুসারে। ১৫ জুলাইয়ের মধ্যে প্রস্তাবিত নতুন সংবিধান শীর্ষ আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কুরেশি। তা নিয়ে বলেছেন, ‘‘আশা করি, ২১ জুলাইয়ের মধ্যে আমরা নতুন সংবিধানের অনুমোদন পেয়ে যাব। সেটা পেলেই আমরা দ্রুত নির্বাচনের কাজ শুরু করে দেব। এবং যত দ্রুত সম্ভব সেই প্রক্রিয়া শেষ করব। তার পরেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমরা দীর্ঘ দিন ধরে এই পদে থাকতে চাই না।’’ সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এআর ডাভে এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়।

Advertisement

মেয়াদ উত্তীর্ণ প্রফুল্ল পটেলের কমিটিকে সরিয়ে বর্তমানে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রতি দিনের কাজ পরিচালনার দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের কমিটি। তাঁরা কী ভাবে সংস্থার কাজ সামলাচ্ছেন, ভারতীয় ফুটবলের কী পরিস্থিতি— সে সব খতিয়ে দেখতে ১১ জুন ভারতে আসছে ফিফা এবং এএফসি প্রতিনিধি দল।

সেই প্রতিনিধি দলকে সব রকম ভাবে সাহায্য করতে তাঁরা প্রস্তুত বলে জানিয়েছেন কুরেশি। তিনি বলেছেন, ‘‘ফিফা এবং এএফসি-র দুই সদস্যের প্রতিনিধি দল ১১ জুন ভারতে আসছে। তার আগে ৮ জুন দিল্লির ফুটবল হাউসে কমিটির সদস্যরা সামনাসামনি বসে বৈঠক করব। আমরা সকলে এক সঙ্গে ওঁদের উদ্বেগের জায়গাগুলো বোঝার চেষ্টা করব। আদালতে ঠিক কী ঘটেছিল, তাও আমরা ওঁদের জানাব।’’

তাঁর আশা ফিফা ভারতকে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত করবে না। কুরেশি জানিয়েছেন, ফিফার সঙ্গে সংযোগ রক্ষা করেই কাজ করবেন তাঁরা। কুরেশি আরও বলেছেন, ‘‘প্রফুল্ল পটেল কিছু দিন আগেই ফিফাকে চিঠি দিয়ে সংস্থার বর্তমান পরিস্থিতির কথা জানান। তাঁদের মনে যদি কোনও আশঙ্কা থাকে, তা আমরা দূর করব। ওঁরা যদি আমাদের সঙ্গে সামনাসামনি কথা বলেন, তা হলে ওঁদের সংশয়ের জায়গাগুলি আমরা দূর করতে পারি। আমরা সদর্থক কাজ করতে চাইছি। আশা করছি ফিফার প্রতিনিধিরা আমাদের দিকে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তেমন হলে আমরাও সম্পূর্ণ সহযোগিতা করব।’’

কিন্তু এআইএফএফ বর্তমান পরিস্থিতিতে কী ভাবে চলছে? তিনি বলেছেন, ‘‘যে সূচি ইতিমধ্যেই রয়েছে তা আমরা সবার আগে শেষ করতে চাই। আগামী এক বছর প্রতিযোগিতা, প্রশিক্ষণ-সহ সব কিছু যাতে সুষ্ঠু ভাবে হয়, তা নিশ্চিত করতে চাই। কোনও কিছুই থামিয়ে রাখতে চাই না আমরা। ভাল কাজগুলো সব সময় চলতে থাকা উচিত। আমরা যদি সন্দেহজনক কিছু বা আর্থিক অনিয়ম দেখি তাহলে খতিয়ে দেখব এবং প্রশাসকমণ্ডলী পদক্ষেপ করবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement