নির্বাসন মুক্ত ইস্টবেঙ্গল। ফাইল ছবি।
নির্বাসনমুক্ত হল ইস্টবেঙ্গল ক্লাব। শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ইস্টবেঙ্গলের উপর থেকে নির্বাসন প্রত্যাহার করে নিল। ফলে ফুটবলার সই করাতে আর কোনও বাধা রইল না লাল-হলুদ শিবিরের।
পিন্টু মাহাতোকে সম্পূর্ণ বেতন দেয়নি ইস্টবেঙ্গল। সে সময় কোয়েস গোষ্ঠী ছিল বিনিয়োগকারী। চুক্তি অনুযায়ী পুরো বেতন না পাওয়ায় এআইএফএফের কাছে অভিযোগ জানান পিন্টু। সে কারণে ইস্টবেঙ্গলকে নির্বাসিত করে এআইএফএফ। আগামী ৩১ অগস্টের মধ্যে বেতনের সব টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় ফেডারেশন। সেই টাকা মিটিয়ে দেওয়ায় ইস্টবেঙ্গলের উপর থেকে নির্বাসন তুলে নিল এআইএফএফ।
নির্বাসনের ফলে নতুন কোনও ফুটবলারের সঙ্গে চুক্তি করতে পারছিল না ইস্টবেঙ্গল। নির্বাসন উঠে যাওয়ায় এ বার নিশ্চিন্তে দল গঠনের কাজে নামতে পারবেন লাল-হলুদ কর্তারা।
এর আগে রক্ষিত দাগার এবং আভাস থাপাও সম্পূর্ণ বেতন না পাওয়ার অভিযোগ করেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এই দুই ফুটবলারের বেতন অবশ্য আগেই মিটিয়ে দিয়েছেন ক্লাব কর্তারা।