গোল করেন রাহুল ভেকে। ছবি টুইটার ।
ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জিতে ইতিহাস গড়ল মুম্বই সিটি এফসি। সোমবার রিয়াধে তারা পিছিয়ে পড়েও ২-১ গোলে হারাল ইরাকের এয়ার ফোর্স ক্লাবকে। নেপথ্যে দিয়েগো মৌরিসিয়ো-রাহুল ভেকে যুগলবন্দি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে আল শাবাবের কাছে ০-৩ গোলে হেরে গিয়েছিল মুম্বই। নক-আউটে খেলার আশা বাঁচিয়ে রাখার জন্য তাই সোমবার যে কোনও মূল্যে জিততেই হত মুম্বইকে। যদিও দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ১৪ মিনিটের মধ্যে গোল করে ইরাক বিমানবাহিনীর ক্লাবকে এগিয়ে দেন হামাদি আহমেদ। তবে গোল খেয়েও হাল ছাড়েননি মুম্বইয়ের ফুটবলাররা। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মৌরিসিয়ো। পাঁচ মিনিটের মধ্যেই দুরন্ত হেডে গোল করে মুম্বইকে ২-১ এগিয়ে দেন রাহুল। এই জয়ের ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট অর্জন করে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই। ১৪ এপ্রিল রাহুলদের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির আল জাজ়িরা এফএসসি-র বিরুদ্ধে।