SC East Bengal

লাল হলুদের বাতিল সামাদ এ বার পঞ্জাবের পথে

আইএসএলে রবি ফাউলারের দলে থাকলেও একটাও ম্যাচ না খেলা সামাদকে রিলিজ করে দেয় ইস্টবেঙ্গল। তারপর থেকেই ‘ফ্রি’ ফুটবলার তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ১৯:২৯
Share:

পঞ্জাব এফসিতে যোগ দিতে পারেন সামাদ

Advertisement

ইস্টবেঙ্গল থেকে বাতিল হয়ে যাওয়া রাইটব্যাক সামাদ আলি মল্লিককে হয়ত আই লিগে খেলতে দেখা যাবে। তাঁকে দলে নিতে চাইছে পঞ্জাবের রাউন্ড গ্লাস পঞ্জাব এফসি।এ মরশুমে আইএসএলে রবি ফাউলারের দলে থাকলেও একটাও ম্যাচ না খেলা সামাদকে রিলিজ করে দেয় ইস্টবেঙ্গল। তারপর থেকেই ‘ফ্রি’ ফুটবলার তিনি।

তবে কোন শর্তে পঞ্জাবের ক্লাবে খেলবেন তিনি, সেটা নিয়েই আলোচনা চলছে। এর আগে লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে ৪২ টা ম্যাচ খেলেছেন তিনি। একটা গোলও আছে তাঁর।

Advertisement

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে এখন ‘সুস্থ প্রতিযোগিতা’, চিন্তিত কোচ রবি ফাওলার


এর সঙ্গেই মহমেডান স্পোর্টিং থেকে গত মরশুমে পিয়ারলেসের হয়ে কলকাতা লিগজয়ী জীতেন মুর্মুকেও সই করাল রাউন্ড গ্লাস পঞ্জাব এফসি। দলে যোগ দিয়ে উচ্ছসিত জিতেন বলেন, “আমি রাউন্ড গ্লাস পঞ্জাব এফসিতে যোগ দিতে পেরে দারুণ খুশি। আশা করব দারুণ হবে এই মরশুম।’’ এর আগে আই লিগজয়ী প্রাক্তন মোহনবাগান তারকা স্ট্রাইকার পাপা বাবাকর দিয়ারা ও মিডফিল্ডার জোসেবা বেইতিয়াকেও সই করিয়েছে তারা। আগামী শনিবার আইজল এফসির বিরুদ্ধে আইলিগ অভিযান শুরু করছে রাউন্ড গ্লাস পঞ্জাব এফসি।

আরও পড়ুন: বোর্ডের কাছে বকেয়া টাকা চাইল সিএবি, লক্ষ্য ইনডোরের পরিকাঠামো উন্নতি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement