Football fans

রেপ্লিকা নয়, আসল বিশ্বকাপ আসছে ভারতে

এ দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা মিডিয়া চ্যানেলের ওয়ার্কশপে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তার মধ্যেই ভারতের ফুটবলপ্রেমীদের জন্য শুনিয়ে গেলেন সুখবর। বলেন, ‘‘রেপ্লিকা নয়, বিশ্বকাপের আগে ভারতে ভাসছে সত্যিকারের বিশ্বকাপ।’’

Advertisement
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১৮:৪৫
Share:

যুব বিশ্বকাপের প্রজেক্ট ডিরেক্টর জয় ভট্টাচার্য। —নিজস্ব চিত্র।

অক্টোবরেই যুব ফুটবল বিশ্বকাপ। তার আগে টিকিট বিক্রির নিরিখে কিন্তু ইতিমধ্যেই শীর্ষে পৌঁছে গিয়েছে কলকাতা। যা দেখে ফিফার অন্দরেই নাকি আফসোস, ‘ইস্ ওখান থেকে কনফেডারেশন্স কাপে যদি পাঠিয়ে দেওয়া যেত।’ কলকাতার টিকিট বিক্রির খবর কতটা ফিফার কাছে পৌঁছেছে, এই প্রশ্নের উত্তরে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রজেক্ট ডিরেক্টর জয় ভট্টাচার্য মঙ্গলবার এই কাহিনী শোনালেন।

Advertisement

আরও পড়ুন

ম্যান ইউকে হারিয়ে রিয়ালের লক্ষ্য বদলা

Advertisement

বার্সলোনার থেকে বড় নন নেমার: ক্লাব প্রেসিডেন্ট

এ দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা মিডিয়া চ্যানেলেন ওয়ার্কশপে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তার মধ্যেই ভারতের ফুটবলপ্রেমীদের জন্য শুনিয়ে গেলেন সুখবর। বলেন, ‘‘রেপ্লিকা নয়, বিশ্বকাপের আগে ভারতে ভাসছে সত্যিকারের বিশ্বকাপ। যে বিশ্বকাপ তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের হাতে। ভারতের ছ’টি ভেন্যুতে রাখা হবে এই ট্রফি। সমর্থকদের জন্যও খুলে দেওয়া হবে বিশ্বকাপ দেখার দরজা। কাছ থেকে দেখার সঙ্গে সেলফিও তুলতে পারবেন সমর্থকরা।’’

এই মাসের শেষে ভারতে আসবে বিশ্বকাপ ট্রফি। তিনি কলকাতার ফুটবল ক্রেজ দেখে তাঁদের কথা দিয়েছেন, হতাশ হবেন না তাঁরা। বিশ্বকাপ ফাইনালের টিকিটের চাহিদা তুঙ্গে। যা হবে এই কলকাতায়। কিন্তু ভারত খেলবে দিল্লিতে। ইংল্যান্ড ও চিলে খেলবে কলকাতায়। সেই ম্যাচের টিকিট এখনও রয়েছে। তা যে উপভোগ্য হবে সেটাও জানিয়ে দিলেন জয় ভট্টাচার্য। শুধু কলকাতা নয়, দিল্লিতে ভারত ম্যাচের টিকিটের চাহিদাও যে তুঙ্গে তাও জানাতে ভোলেননি তিনি। ৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ২৮ অক্টোবর ফাইনাল। জয় অবশ্য জানিয়ে গেলেন, ভারতের প্রতিযোগিতা মেক্সিকোর সঙ্গেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement