Substitute

ফুটবলে পাঁচ পরিবর্তের নিয়ম দেখা যেতে চলেছে পরের বিশ্বকাপেও

গত বছর করোনা অতিমারি সামলে ফুটবল শুরু হওয়ার পর থেকেই চালু হয়েছিল এই নিয়ম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ২২:৪০
Share:

থাকতে চলেছে পাঁচ পরিবর্তের নিয়ম। ফাইল ছবি

পরের বিশ্বকাপ ফুটবলেও দেখা যেতে চলেছে পাঁচ পরিবর্তের নিয়ম। শুক্রবার জানিয়ে দিল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি), যারা ফুটবলের নিয়মকানুন তৈরি করে। ২০২২-এর ৩১ মে পর্যন্ত সমস্ত শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় চালু থাকবে এই নিয়ম।

Advertisement

গত বছর করোনা অতিমারি সামলে ফুটবল শুরু হওয়ার পর থেকেই চালু হয়েছিল এই নিয়ম। কারণ, বিভিন্ন দেশের কোচেরা দাবি তুলেছিলেন, ঘন ঘন খেলা ফুটবলারদের স্বাস্থ্যে প্রভাব ফেলছে। তাই তিনের বদলে পাঁচ পরিবর্ত চালু করা হোক। সেই দাবি মেনে নিয়েছিল আইএফএবি। ফলে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ছাড়াও বেশিরভাগ দেশের ঘরোয়া লিগে এই নিয়ম কার্যকরী হয়ে যায়।

করোনার প্রকোপ এখনও থামেনি। কিন্তু ফুটবল চলছে। তাই এই নিয়মও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইএফএবি। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এসেছে তারা। বিভিন্ন দেশের কোচেরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement