প্রতীকী ছবি।
যত সময় যাচ্ছে, ক্রীড়া দুনিয়ায় করোনাভাইরাসের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। ইটালিতে সেরি আ-র পাঁচটি ম্যাচ বাতিল করে দিতে হয়েছে। কথা ছিল, এই ম্যাচগুলি খালি স্টেডিয়ামে হবে। এর মধ্যে জুভেন্টাস বনাম ইন্টার মিলানের ডার্বিও ছিল। ইটালীয় ফুটবল লিগ কর্তৃপক্ষের তরফে ম্যাচ বাচিলের ঘোষণা করা হয়েছে শনিবার।
করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে ইটালির সরকার প্রকাশ্য জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারই জেরে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ করার কথা হয়েছিল। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ইটালি ফুটবল সংস্থার এক কর্তা রয়টার্সকে জানিয়েছেন, সম্প্রচারক এবং ভক্তরা চাইছেন না, এই অবস্থায় খেলা হোক। এখনও পর্যন্ত যা হিসাব, ইটালিতে প্রায় ৯০০ মানুষের করোনাভাইরাসের পরীক্ষায় ‘পজিটিভ’ ফল এসেছে। কাফে, স্কুল সব বন্ধ করে দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবন বিপর্যস্ত। বার বারই সাবধান করে দেওয়া হচ্ছে সরকারের থেকে যে, করোনাভাইরাস নিয়ে ‘ইমার্জেন্সি’ চলছে। বলে দেওয়া হচ্ছে, দেশের মানুষের স্বাস্থ্য এবং নিরাপত্তাই এখন অগ্রাধিকার পাবে। বাতিল হওয়া ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে মে মাসে।
এমনকি, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো পর্যন্ত শনিবার স্বীকার করে নিয়েছেন, করোনাভাইরাস নিয়ে উদ্বেগের কারণে মার্চ মাসে সব আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাই ব্যাহত হতে পারে। বলছেন, ‘‘অনেক কিছুই সম্ভব। এখনই কিছু ধরে নিচ্ছি না। প্রার্থনা করব, যেন কঠিনতম পরিস্থিতি পর্যন্ত আমাদের পৌঁছতে না হয়।’’ তবে ইনফান্তিনো বলে দিচ্ছেন, ‘‘বিশ্বব্যাপী খেলাধুলো বন্ধ করে রাখা কঠিন হবে। তবে মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’’