হায়দরাবাদে এই মাঠেই চেতেশ্বর পূজারা এবং মুরলি বিজয়ের ৩৭০ রানের অনবদ্য পার্টনারশিপ ছিল। বৃহস্পতিবারও প্রায় ১৫০ রানের পার্টনারশিপ করলেন দু’জনে।
এক মরসুমে দেশের প্রথম শ্রেণি ক্রিকেটে ১৬০৫ রান করে শীর্ষে এখন পুজারা। এর আগে ছিলেন চাঁদু বোরদে। তাঁর সংগৃহীত মোট রান ছিল ১৬০৪।
ভারতীয় ওপেনার হিসাবে তৃতীয় সর্বাধিক শতরানের মালিক হলেন মুরলি বিজয়। ৩৩টি সেঞ্চুরি-সহ এক নম্বরে গাওস্কর, ২২ শতরান নিয়ে দু’নম্বরে সহবাগ।
এক মরসুমে দেশের মাটিতে মোট দ্বিতীয় সর্বোচ্চ রান এখন বিরাট কোহালির দখলে। প্রথমে রয়েছেন বীরেন্দ্র সহবাগ। তাঁর মোট রান ১১০৫। বিরাটের ঝুলিতে রয়েছে ১০৭৫ রান। তিনি টপকালেন গ্রাহাম গুচকে।
বিরাট কোহালি তাঁর টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত ৭টি দেশের বিরুদ্ধে খেলেছেন। প্রত্যেকটি দেশের বিরুদ্ধেই শতরান রয়েছে তাঁর। পাকিস্তান এবং জিম্বাবোয়ে বিরুদ্ধে এখনও পর্যন্ত টেস্ট খেলেননি।