ছবি: সংগৃহীত।
কোভিড-১৯ ফের বড়সড় থাবা বসালো খেলার জগতে। বাতিল হয়ে গেল আগামী বছর ছোটদের জোড়া বিশ্বকাপ। ছেলেদের অনূর্ধ্ব ২০ এবং অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল ২০২১-এর বদলে হবে ২০২৩ সালে।
ফিফা কাউন্সিল ব্যুরো বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ইন্দোনেশিয়ায় ও অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ পেরুতে হওয়ার কথা ছিল। ২০২৩ সালে এই দুটি দেশেই দুটি বিশ্বকাপ হবে। করোনার জেরে ছোটেদর এই দুটি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
আরও পড়ুন: আইসিসিতে সৌরভই ফের ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন
বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘‘আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোভিড-১৯ এখনও বড় চ্যালেঞ্জ। এখনও আন্তর্জাতিক স্তরে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। এটা পরিষ্কার বিশ্বজুড়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।’’
আরও পড়ুন: মহামেডানের হয়ে খেলতে কলকাতায় বাংলাদেশ অধিনায়ক
এখনও পর্যন্ত দুই দেশই তাদের বিশ্বকাপের প্রস্তুতি অনেকটাই এগিয়ে ফেলেছে। এর জন্য দুই দেশকেই কৃতজ্ঞতা জানিয়েছে ফিফা।