উইম্বলডনে জিতলে এক নম্বরে ফেডেরার

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরের জায়গাটা হারালেও ফেডেরার উইম্বলডনে শীর্ষ বাছাই হিসেবেই খেলবেন। আর এ বার জিতলে তিনি এই নিয়ে ন’বার অল ইংল্যান্ড খেতাব পাবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ০৫:০৩
Share:

কিংবদন্তি: উইম্বলডনে প্রস্তুতি শুরু ফেডেরারের। ছবি: টুইটার

এই বছর মোট ছ’বার টেনিসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরের জায়গাটা রজার ফেডেরার আর রাফায়েল নাদালের মধ্যে বদলা-বদলি হল। হ্যাল ওপেনের ফাইনালে বোর্না চরিচের কাছে ফেডেরার হারায় সিংহাসন ফিরে পান নাদাল। কিন্তু মোট এটিপি পয়েন্টের ভিত্তিতে স্পেনীয় মহাতরকা বিরাট কোনও ব্যবধানে এগিয়ে নেই। দু’জনের পয়েন্টের ফারাক মাত্র ৫০। নাদাল এখন ৮৭৭০। আর ফেডেরার ৮৭২০। সব চেয়ে বড় কথা উইম্বলডনেই ফেডেরার সুযোগ পাচ্ছেন নাদালকে ছাপিয়ে যাওয়ার। তবে সেক্ষেত্রে উইম্বলডনে চ্যাম্পিয়ন হতে হবে রজারকে। আর নাদালকে বিদায় নিতে হবে তৃতীয় রাউন্ডে।

Advertisement

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরের জায়গাটা হারালেও ফেডেরার উইম্বলডনে শীর্ষ বাছাই হিসেবেই খেলবেন। আর এ বার জিতলে তিনি এই নিয়ে ন’বার অল ইংল্যান্ড খেতাব পাবেন। আর হ্যালে তাঁকে যিনি হারিয়েছেন সেই চরিচ খেলবেন সপ্তদশ বাছাই হিসেবে। কিন্তু এটিপি র‌্যাঙ্কিংয়ে এক নম্বরের জায়গাটা হারালেও কেন নাদাল শীর্ষ বাছাই নন উইম্বলডনে তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হল। অল ইংল্যান্ড ক্লাব বিশেষ ভাবে বাছাই তালিকা তৈরি করে। তাদের বিচারের প্রথম মাপকাঠি হল, ঘাসের কোর্টে সংশ্লিষ্ট খেলোয়াড় কেমন খেলছেন সেটাই।

এ বারও ঘাসের কোর্টে পারফরম্যান্সই এগিয়ে রেখেছে রজারকে। উইম্বলডনে দ্বিতীয় বাছাই নাদাল। তিন থেকে পাঁচ যথাক্রমে মারিন চিলিচ, আলেকজান্ডার জেরেভ ও খুয়ান মার্তিন দেল পোত্রো। বাছাই তালিকায় জায়গা হয়নি অ্যান্ডি মারের। চোটের জন্য অবশ্য তিনি বেশ কয়েক মাস কোর্টের বাইরে ছিলেন। পাশাপাশি নোভাক জোকোভিচ দ্বাদশ বাছাই এ বার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement