দুরন্ত জয় গোয়ার

কয়েক দিন আগেই কোচের পদ থেকে সের্খিয়ো লোবেরোকে সরিয়ে দিয়েছেন গোয়া কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:১৯
Share:

উল্লাস: গোল করে কোরোমিনাস।—ছবি আইএসএল।

আইএসএলে যেন সাপ-লুডোর খেলা চলছে! গত রবিবার জামশেদপুর এফসিকে হারিয়ে লিগ টেবলের এক নম্বরে উঠে এসেছিল এটিকে। বুধবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি ৪-১ চূর্ণ করে রয় কৃষ্ণদের টপকে শীর্ষ স্থান পুনরুদ্ধার করল এফসি গোয়া। নেপথ্যে ফেরান কোরোমিনাস-উগো বউমাউস যুগলবন্দি।

Advertisement

কয়েক দিন আগেই কোচের পদ থেকে সের্খিয়ো লোবেরোকে সরিয়ে দিয়েছেন গোয়া কর্তারা। ডেরেক পেরেরা ও ক্লিফোর্ড মিরান্ডা এই মুহূর্তে দলের দায়িত্বে। দুই ভারতীয়ের কোচিংয়ে গোয়া কী করে তা নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল ফুটবলপ্রেমীদের। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের ১৯ মিনিটে গোল করে গোয়াকে এগিয়ে দেন উগো। তিনি দ্বিতীয় গোল করেন ৫০ মিনিটে। ৬৪ মিনিটে হায়দরাবাদের হয়ে ব্যবধান কমান মার্সেলো পেরেইরা। কিন্তু চার মিনিটের মধ্যে গোয়াকে ৩-১ এগিয়ে দেন কোরোমিনাস। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে গোয়া। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে এটিকে। তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির পয়েন্ট ১৫ ম্যাচে ২৮।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement