football

মেসির নজিরের দিনেও পয়েন্ট নষ্ট, পিছিয়ে পড়ছে বার্সেলোনা

এমন একটা ম্যাচে পেনাল্টি থেকে নিখুঁত গোলও করলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ০৭:০৪
Share:

নজরে: গোলের পরে মেসি। যদিও জয় পেল না দল। রবিবার। রয়টার্স

লা লিগা

Advertisement

বার্সেলোনা ১ কাদিস ১

ভায়াদোলিদ ০ রিয়াল মাদ্রিদ ১

Advertisement

বার্সেলোনার জার্সিতে লা লিগায় ৫০৬টি ম্যাচ খেলে ফেললেন লিয়োনেল মেসি। ভেঙে দিলেন জাভি হার্নান্দেসের স্পেনের লিগে সব চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। এমন একটা ম্যাচে পেনাল্টি থেকে নিখুঁত গোলও করলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। কিন্তু তাঁর দল রবিবার ক্যাম্প ন্যুতে ১-১ ড্র করে বসল কাদিসের সঙ্গে। কাদিসও গোল শোধ করল পেনাল্টিতে। করলেন আলেক্স ফার্নান্দেস, ৮৯ মিনিটে।

এ দিকে আতলেতিকো দে মাদ্রিদ শনিবার লেভান্তের কাছে ০-২ হেরে যাওয়ায় সুবিধে হয়ে গেল রিয়াল মাদ্রিদের। জ়িনেদিন জ়িদানের দল অবশ্য শনিবারই ভায়াদোলিদকে হারিয়েছে। একমাত্র গোলটি ৬৫ মিনিটে টোনি খোসের ক্রস থেকে হেডে করেন কাসেমিরো। এই জয়ে রিয়ালের পয়েন্ট ২৪ ম্যাচে ৫২। একটা ম্যাচ কম খেলে শীর্ষস্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৫৫। বার্সা তিনে থাকলেও অনেকটাই পিছিয়ে। তাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৭।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement