Cricket

ভক্তের দাবি, রোহিত-ঋষভদের রেস্তোঁরার বিল মিটিয়েছেন তিনি

নভালদীপ সিং নামে ওই ভক্ত নিজেই এই দাবি করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ২৩:৪৬
Share:

রেস্তোঁরাতে ভারতীয় দলের খেলোয়াড়রা। ছবি ভিডিয়ো থেকে।

নতুন বছরের প্রথম দিনে মেলবোর্নের রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন ঋষভ পন্থ, নবদীপ সাইনি, শুভমন গিল এবং রোহিত শর্মা। সেখানে তাঁদের খাওয়ার বিল মিটিয়েছেন নাকি এক ভক্ত। নভালদীপ সিং নামে ওই ভক্ত নিজেই এই দাবি করেছেন।

Advertisement

টুইটারে তিনি প্রথমে একটি ভিডিয়ো পোস্ট করেন। ৩ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রেস্তোঁরার একটি টেবিলে ঋষভ, রোহিত, শুভমন ও নবদীপ বসে রয়েছেন। তারপর তিনি কিছু খাবারের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘খিদে নেই। তবু বাড়তি খাবার অর্ডার করলাম, যাতে আরও একটু বসে থাকার সুযোগ পাই।’’

নভালদীপের শেষ পোস্টটি একটি বিলের। ১১৮.৬৯ ডলারের সেই বিলটি রোহিতদের খাওয়ার বিল বলে দাবি করেছেন নভালদীপ। লিখেছেন, ‘‘ওরা জানে না। কিন্তু বিলটা আমি মিটিয়ে দিলাম। আমার সুপারস্টারদের জন্য এটুকু তো করতে পারি।’’

Advertisement

সবশেষে তাঁর সংযোজন, ‘‘ওরা যখন জানতে পারল যে আমি বিলটা মিটিয়ে দিয়েছি, রোহিত আমাকে বলল, টাকাটা নিয়ে নাও। এটা ঠিক নয়। আমি বললাম, না এটা আমি দেব। তারপর পন্থ আমাকে জড়িয়ে ধরে বলল, টাকা নিলে তবেই ছবি তুলতে দেব। আমি কিছুতেই রাজি হইনি। শেষ পর্যন্ত আমরা ছবি তুললাম। খুব মজা হয়েছে।’’

তবে ঋষভদের সঙ্গে তোলা কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি নভালদীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement