পরীক্ষামূলক প্রতিযোগিতায় জাস্টিন গ্যাটলিন। ছবি রয়টার্স
করোনা অতিমারির প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু যে কোনও মূল্যে অলিম্পিক্স আয়োজন করতে মরিয়া জাপান। তার জন্য ফাঁকা স্টেডিয়াম, ভুয়ো চিৎকার এবং কৃত্রিম শব্দ তৈরি করতেও পিছপা নয় তারা। সম্প্রতি একটি পরীক্ষামূলক ট্র্যাক ইভেন্টে এ জিনিসই দেখা গিয়েছে। উল্লেখ্য, ভারতে আইপিএল এবং আইপিএল-এও সম্প্রতি এই উদ্যোগ দেখা গিয়েছে। বিদেশে এর নজির কম নেই।
অলিম্পিক্সের প্রস্তুতি কী রকম চলছে তা মাপতে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল টোকিয়োর অলিম্পিক্স স্টেডিয়ামে। সেখানেই কৃত্রিম দর্শকদের আওয়াজ শোনানো হয়। আগে থেকে এ রকম কিছু বলা হয়নি। ফলে সংবাদমাধ্যম এবং অনেক আধিকারিক অবাক হয়ে যান।
এই মুহূর্তে বিশ্বের দ্রুততম মানব তথা আমেরিকার স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। তিনি বলেছেন, “দর্শকদের ছাড়া ফাঁকা স্টেডিয়ামে দৌড়নো বেশ অদ্ভুত। মনে হচ্ছে নিজেদের মধ্যে অনুশীলন করছি।” পরীক্ষামূলক ইভেন্টে ৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯ জন বিদেশি ছিলেন। আয়োজকদের দাবি, পরিস্থিতি না শোধরালে অলিম্পিক্সেও এরকমই ব্যবস্থা দেখা যেতে পারে।
গ্যাটলিন অবশ্য জাপানের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত। বলেছেন, “নিজেকে অনেকটাই নিরাপদ মনে হয়েছে। প্রতিদিন আমাদের পরীক্ষা হয়েছে। জৈব সুরক্ষা বলয় খুবই ভাল। বাইরে যাওয়ার অনুমতি সে ভাবে নেই।”