শাস্তি হয়নি দেখে অবাক দু প্লেসি

বিরাট কোহালি-স্টিভ স্মিথ লড়াইয়ে আইসিসি-র ভূমিকায় রীতিমতো বিস্মিত ফাফ দু প্লেসি। দু’জনের কাউকেই কোনও শাস্তি না দিয়ে কেন আইসিসি ছেড়ে দিল, সেটাই বুঝতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৭ ০১:৫৪
Share:

বিরাট কোহালি-স্টিভ স্মিথ লড়াইয়ে আইসিসি-র ভূমিকায় রীতিমতো বিস্মিত ফাফ দু প্লেসি। দু’জনের কাউকেই কোনও শাস্তি না দিয়ে কেন আইসিসি ছেড়ে দিল, সেটাই বুঝতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

Advertisement

রবিবার দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড টেস্টের পরে দু প্লেসির কাছে জানতে চাওয়া হয়েছিল কোহালি-স্মিথকে নিয়ে। যে ঝামেলায় আইসিসি দু’জনের কাউকেই দোষী সাব্যস্ত করেনি। যা মনে নিতে পারছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। রবিবার দু প্লেসি বলেন, ‘‘সত্যি বলতে আমি বেশ অবাকই হয়েছি যে দু’জনের কাউকে শাস্তি দেওয়া হল না দেখে।’’

দু প্লেসি আরও বেশি অবাক হয়েছেন, কারণ মাস কয়েক আগে তাঁকেই আইসিসি-র কোপে পড়তে হয়েছিল। সেই অভিজ্ঞতা টেনে এনেই দু প্লেসি বলছেন, ‘‘কেন আমি অবাক হয়েছি? আসলে অস্ট্রেলিয়ায় এর চেয়ে ছোট ব্যাপারের জন্য আমাকে অনেক বেশি ভুগতে হয়েছিল।’’

Advertisement

গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে লজেন্স চুষতে চুষতে মুখে আঙুল ঢুকিয়ে সেই আঙুল বলে ঘষেছিলেন দু প্লেসি। এর পরে আইসিসি বল বিকৃতির অভিযোগে দোষী সাব্যস্ত করে দু প্লেসিকে। যে সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিলেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি। এ বার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের প্রশ্ন, তা হলে স্মিথকে কেন দোষী বলবে না আইসিসি?

আরও পড়ুন: আরও পাঁচ বছর কোর্টে থাকতে চান ফেডেরার

দু প্লেসি বলেছেন, ‘‘আমার ব্যাপারে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা এ বারের থেকে সম্পূর্ণ আলাদা। সে জন্যই আমি অবাক হয়েছি। হতে পারে এটা আমার ব্যক্তিগত মত। আমার মনে হয়েছে, যে আমার ক্ষেত্রে অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই পুরো ব্যাপারটা দেখে এখন আমার মনে হয়েছে, বাকিদের ক্ষেত্রেও একই রকম মনোভাব নেওয়া উচিত আইসিসি-র।’’

তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক একটা ব্যাপারে খুশি। যে তিনি এই ঘটনায় জড়িয়ে পড়েননি। ‘‘আপনি যখন অস্ট্রেলিয়া বা ভারতের মতো টিমের বিরুদ্ধে খেলেন, তখন এ রকম ঘটনা ঘটতেই পারে। আর এ সব ব্যাপার একটুতেই বিশাল হয়ে দাঁড়ায়। অমি খুশি যে এ বার আমি উল্টো দিকে দাঁড়িয়ে ঘটনাটা দেখেছি। এতে জড়িয়ে পড়িনি,’’ বলেছেন ফাফ দু’প্লেসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement