Formula One

Formula 1: বেআইনি বন্দুক নিয়ে বিমানে! গ্রেফতার ফরমুলা ওয়ানের প্রাক্তন মালিক

ব্রিটেনের বাসিন্দা বার্নি দীর্ঘ দিন ফরমুলা ওয়ান সামলেছেন। কয়েক দশেক ধরে ফরমুলা ওয়ানকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৬:০০
Share:

বিমানে ওঠার আগে বন্দুক নিয়ে ধরা পড়েন বার্নি ফাইল চিত্র

বেআইনি বন্দুক নিয়ে বিমানে ওঠার অভিযোগ উঠেছে ফরমুলা ওয়ানের প্রাক্তন মালিক বার্নি একলেস্টোনের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে ব্রাজিল পুলিশ। জানা গিয়েছে, সুইৎজারল্যান্ডের উদ্দেশে বিমান ধরতে গিয়েছিলেন বার্নি।

Advertisement

ব্রাজিল পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যাম্পিনাসের বিমানবন্দরে ঢোকার সময় পরীক্ষা করতে গিয়ে বার্নির ব্যাগে একটি এলডব্লিউ সিক্যাম্প .৩২ বন্দুক পাওয়া যায়। তার পরেই ৯১ বছরের বার্নিকে গ্রেফতার করা হয়। জেরায় তিনি জানিয়েছেন, বন্দুকটি তাঁর। কিন্তু সেটি যে তাঁর ব্যাগে ছিল তা জানতেন না বার্নি।’

ব্রিটেনের বাসিন্দা বার্নি দীর্ঘ দিন ফরমুলা ওয়ান সামলেছেন। কয়েক দশেক ধরে ফরমুলা ওয়ানকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছেন তিনি। তার পরে ২০১৭ সালে আমেরিকার লিবার্টি মিডিয়া ফরমুলা ওয়ান অধিগ্রহণ করলে তিনি সরে যান।

Advertisement

বার্নির স্ত্রী ফাবিয়ানা একলেস্টোন ওয়ার্ল্ড মোটর স্পোর্ট কাউন্সিলের সদস্য। ব্রাজিলের বাসিন্দা ফাবিয়ানার সঙ্গে দীর্ঘ দিন ধরে সে দেশের বিভিন্ন জায়গায় মোটর স্পোর্ট দেখছিলেন তিনি। সাও পাওলোর কাছে কফি বাগানও রয়েছে তাঁর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement