-ফাইল ছবি।
'ভুতুড়ে পরিবেশ’-এই কি বেশি সাহসী হয়ে ওঠেন ফুটবলের রেফারিরা? হয়ে ওঠেন স্বচ্ছন্দ? ভাবতে পারেন নিজেদের মতো করে?
সাম্প্রতিক একটি গবেষণা এ বার এই প্রশ্নটাই তুলে দিল। জানাল, অতিমারি পর্বে যতগুলি ফুটবল ম্যাচ হয়েছে ইউরোপের ঘরোয়া ফুটবলে তাতে দর্শকাসন প্রায় শূন্য থাকায় হোম ম্যাচে ঘরের টিমগুলির হারের ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। জয়ের হার বেড়ে গিয়েছে অ্যাওয়ে টিমগুলির। শুধু তা-ই নয়, ঘরের মাঠে ঘরের টিমগুলির প্লেয়ারদের আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় রেফারির লাল ও হলুদ কার্ড দেখতে হয়েছে রাফ ট্যাকল বা ফাউল করার জন্য। স্টেডিয়ামগুলিতে অতিমারি পর্বে দর্শকাসন প্রায় শূন্য থাকায় ঘরের টিমগুলিকে আর ততটা রেয়াত করতে দেখা যায়নি ইউরোপের ঘরোয়া ফুটবলের অভিজ্ঞ রেফারিদেরও।
অস্ট্রিয়ার সালবার্জ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া মনোবিজ্ঞানীদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘ফ্রন্টিয়ার্স ইন স্পোর্টস অ্যান্ড অ্যাক্টিভ লিভিং’-এ।
গবেষকরা কাজ করেছেন স্পেন, ইংল্যান্ড, জার্মানি, ইটালি, রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র-সহ ইউরোপ ফুটবলের ২০১৯-’২০ মরসুমের ফুটবল টিমগুলির ৬৪১টি হোম ও অ্যাওয়ে ম্যাচের ফলাফল নিয়ে। ওই ম্যাচগুলিতে স্টেডিয়ামের দর্শকাসন ছিল কার্যত শূন্যই। অতিমারি পর্বে ক্লাবগুলির পারফরম্যান্সের কতটা কী হেরফের হয়েছে বুঝতে গবেষকরা ২০১৮-’১৯ মরসুমের ইউরোপ ফুটবলে ওই সব দেশের ক্লাবগুলির ৬৪৫টি হোম ও অ্যাওয়ে ম্যাচের ফলাফলও খতিয়ে দেখেন।
গবেষণা জানিয়েছে, স্টেডিয়ামগুলির দর্শকাসন একেবারেই শূন্য ছিল বা প্রায় শূন্য ছিল ঘরের মাঠে এমন ম্যাচ খেলতে গিয়ে ২০১৯-’২০ মরসুমে ইউরোপের ফুটবল টিমগুলির জয়ের হার ৮.৩ শতাংশ কমেছে। আগের মরসুমে (২০১৮-’১৯) ক্লাবগুলির জয়ের হার ছিল ৪৮.১ শতাংশ। তা অতিমারির সময়ের মরসুমে কমে হয় ৩৯.৮ শতাংশ।
হোম ম্যাচে ঘরের টিমগুলির পরাজয়ের হার বেড়েছে ৮.৪ শতাংশ। আগের মরসুমে (২০১৮-’১৯) ক্লাবগুলির পরাজয়ের হার ছিল ২৭.৬ শতাংশ। তা অতিমারির সময়ের মরসুমে বেড়ে গিয়ে হয়েছে ৩৬ শতাংশ।
মাঠের দর্শক কী ভাবে ফুটবলের রেফারিদের উপর প্রভাব ফেলেন, তা বুঝতে রেফারিরা অতিমারি পর্বের ম্যাচগুলিতে কত বার লাল ও হলুদ কার্ড দেখিয়েছেন সেই সংখ্যা গুনেছেন গবেষকরা। পরে তার সঙ্গে মিলিয়ে দেখেছেন তার আগের মরসুমের (২০১৮-’১৯) সংশ্লিষ্ট তথ্যাদি।
গবেষণাপত্রটি জানিয়েছে, অতিমারি পর্বে মাঠে দর্শক একেবারেই না থাকলে ইউরোপের ফুটবলে ঘরোয়া টিমগুলির বিরুদ্ধে রেফারিদের লাল ও হলুদ কার্ড দেখানোর হার ২৬ শতাংশ বেড়েছে। আর তা অ্যাওয়ে টিমগুলির বিরুদ্ধে বেড়েছে মাত্র ৩ শতাংশ।
দুই গবেষক সালবার্জ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া মনোবিজ্ঞান বিভাগের দুই অধ্যাপক ফ্যাবিও রিকলান এবং মিশেল লেইটনার বলেছেন, “গবেষণা আমাদের এ ব্যাপারে নিশ্চিত করেছে যে, হোম ম্যাচে দর্শকঠাসা স্টেডিয়াম দেখে প্রভাবিত হন ইউরোপ ফুটবলের রেফারিরা। দর্শকদের চাপেই ঘরের টিমগুলিকে একটু যেন প্রশ্রয়ের চোখেই দেখেন রেফারিরা।”