UEFA Europa League

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে পোগবারা, ছিটকে গেল টটেনহ্যাম

কোয়ার্টার ফাইনালে কোন দলের বিরুদ্ধে কে খেলতে নামবে তা শুক্রবার বিকেলে ঠিক হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৪:০১
Share:

গোলের পর পোগবা। ছবি: টুইটার থেকে

ইউরোপা লিগের শেষ ১৬-র দ্বিতীয় পর্বে লড়াইয়ে জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দ্বিতীয় পর্বে হারলেও কোয়ার্টার ফাইনালে উঠল আর্সেনাল। তবে ছিটকে গেল টটেনহ্যাম।

Advertisement

বৃহস্পতিবার রাতে অলিম্পিয়াকসের বিরুদ্ধে ০-১ ব্যবধানে হেরে যায় আর্সেনাল। দুই পর্ব মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেল তারা। ম্যাঞ্চেস্টার দলে ফিরলেন পল পোগবা। তাঁর গোলেই এসি মিলানকে হারাল লাল দৈত্যরা। ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেন পোগবারা। হোসে মোরিনহোর টটেনহ্যাম বৃহস্পতিবার রাতে হেরে যায় ০-৩ ব্যবধানে। ডায়নামো জাগ্রেবের হয়ে হ্যাটট্রিক করেন মিস্লাভ ওরিসিচ। প্রথম পর্বে ২-০ গোলে জিতেছিল টটেনহ্যাম। দ্বিতীয় পর্বে ৩ গোল খেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল তাদের।

কোয়ার্টার ফাইনালে কোন দলের বিরুদ্ধে কে খেলতে নামবে তা শুক্রবার বিকেলে ঠিক হবে। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠল আর্সেনাল, রোমা, ডায়নামো, গ্রানাডা, ম্যাঞ্চেস্টার, আয়াখস, ভিয়ারেল এবং স্লাভিয়া প্রাহা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement