UEFA Europa League

ইউরোপা লিগে শেষ ষোলোয় আর্সেনাল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, স্টিভন জেরারের রেঞ্জার্সও

আর্সেনালের হয়ে গোল করেন আবুমেয়ং।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১২:১৭
Share:

গোলের পর উচ্ছ্বাস আবুমেয়ংয়ের। ছবি পিটিআই

রুদ্ধশ্বাস ম্যাচে বেনফিকাকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোয় নিজেদের জায়গা পাকা করে ফেলল আর্সেনাল। ২১ মিনিটে আবুমেয়াংয়ের গোলে এগিয়ে যায় ইংল্যান্ডের দলটি। ৪৩ মিনিটে দিয়োগোর গোলে সমতা ফেরায় বেনফিকা। ৬১ মিনিটে তাদের এগিয়ে দেন রাফা সিলভা। আর্সেনালের হয়ে সমতা ফেরান কিয়েরন টায়ার্নি। ৬৭ মিনিটে। ৮৭ মিনিটে বেনফিকার জালে বল ঢুকিয়ে দলকে জয় এনে দেন আবুমেয়াং।

Advertisement

রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ঘরের মাঠে ড্র করেও শেষ ১৬-তে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আগের পর্বের ম্যাচে ৪-০ গোলে জেতায় কোয়ার্টার ফাইনালের টিকিট পেল তারা।

স্টিভন জেরারের রেঞ্জার্সও পৌঁছে গেল শেষ ষোলয়। অ্যান্টোয়ার্প ৫-২ গোলে হারিয়ে। অ্যাওয়ে গোলের ওপর ভর করে রেড স্টার বেলগ্রেডকে ছিটকে দিয়ে শেষ ষোলোয় চলে গেল এসি মিলানও। গ্রানাডার বিরুদ্ধে হেরে বিদায় নিল নাপোলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement