France National Football Team

চোট নিয়ে দুশ্চিন্তায় কোচ দেশঁ

বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে রক্ষণ ভাগের ফুটবলার লুকা এহনান্দেজের হাঁটুতে চোট আছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ০৫:২৩
Share:

জুটি: এমবাপেই অন্যতম ভরসা দেশঁর শিবিরে। ফাইল চিত্র।

ইউরো ২০২০-র শেষ ষোলোর ম্যাচের আগেই একাধিক চোটে জর্জরিত গতবারের রানার্স ফ্রান্স শিবির। আজ, সোমবার সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে যা উদ্বেগ বাড়িয়েছে ফরাসি কোচ দিদিয়ে দেশঁ-র।

Advertisement

বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে রক্ষণ ভাগের ফুটবলার লুকা এহনান্দেজের হাঁটুতে চোট আছে। পর্তুগালের বিরুদ্ধে তাঁর পরিবর্তে লেফ্ট ব্যাকে নামানো হয় লুকা দিনিয়েকে। ফ্রান্স শিবিরে খরব, তিনিও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। সুইসদের বিরুদ্ধে তাঁর মাঠে নামাও প্রশ্নের মুখে। দিনিয়ের পরিবর্তে বাঁ-প্রান্তে খেলানো যেতে পারে আদ্রিয়াঁ রাবিয়োকে। অথচ তিনিও পুরোপুরি ফিট নন। গোড়ালিতে চোট নিয়েই বেশ কয়েকটি ম্যাচে খেলছেন তিনি। সুইসদের বিরুদ্ধে তাঁকে পাওয়া যায় কি না দেখার।

এখানেই শেষ নয়। বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন চোট পান থোমা লেমা ও মার্কাস থুরাম। তাঁদের চোট কতটা গুরুতর, তা সময়ই বলবে।

Advertisement

একাধিক চোট থাকা সত্ত্বেও সুইসদের বিরুদ্ধে এগিয়ে দেশঁর দলই। তবে সুইসদের রক্ষণ ভাগের খেলোয়াড় রিকার্দো রদ্রিগেজ় বলেছেন, ‘‘প্রতিযোগিতার নক-আউট ম্যাচের ফল আগে থেকে নির্ধারণ করা যায় না। আমরা মরিয়া চেষ্টা করব। ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement