হ্যারি কেন ফাইল চিত্র।
ইউরো ২০২০-তে চ্যাম্পিয়ন হতে না পারলেও তরুণ ব্রিগেড নিয়ে হ্যারি কেন প্রমাণ করেছেন, তাঁর দলও বড় দলকে হারাতে পারে। তিনি মনে করেন, আগামী বছর কাতার বিশ্বকাপের আগে তাঁর দলের ফুটবলারেরা আরও পরিণত হবেন। বিশ্বকাপে ভাল ফল করার স্বপ্ন এখন থেকেই দেখতে শুরু করেছেন তিনি।
ম্যাচ শেষে হ্যারি বলেছেন, ‘‘ফাইনালে হারলে কার না খারাপ লাগে? এই হারের যন্ত্রণা বহু দিন থাকবে আমাদের মধ্যে। আমরা দল হিসেবে জিতেছি। হেরেওছি একসঙ্গে। আগামী বছর বিশ্বকাপের আগে একসঙ্গেই পরিণত হয়ে উঠব।’’
মার্কাস র্যাশফোর্ড, জাডন স্যাঞ্চো ও বুকেয়ো সাকা টাই-ব্রেকারে ব্যর্থ হওয়ায় তাঁদের নিয়ে বিদ্রুপ করেছেন সমর্থকেরা। কেন বলেছেন, ‘‘পেনাল্টিতে অনেকেই ব্যর্থ হয়। তাই বলে সাকা, স্যাঞ্চোদের মতো তরুণদের আক্রমণ করার কোনও যুক্তি নেই।’’ ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটও তরুণ ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘‘মানছি, টাই-ব্রেকারে কাদের শট নিতে পাঠানো উচিত, সেই সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলেছি। তাই বলে যারা কিক নিয়েছে, তাদের দোষারোপ করা যায় না। ওরা নিজেদের সেরাটা দিয়েছে।’’