হতাশ: শেষ ইউরো রোনাল্ডোর? প্রশ্ন ভক্তদের মনে। ছবি রয়টার্স।
এ বারের মতো ইউরো অভিযান শেষ। রবিবার শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন, তিনি সতীর্থদের লড়াই দেখে গর্বিত।
৩৬ বছরের জুভেন্টাস তারকা দেশের হয়ে এটাই শেষ ইউরো খেললেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চার বছর পরে তাঁর বয়স হবে ৪০। তখন কোনও বড় প্রতিযোগিতায় দেশের স্ট্রাইকার হিসেবে খেলার ফিটনেস থাকবে কি না, তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন।
ইউরোর শেষ ম্যাচ বলেই হয়তো হারের পরে হতাশা ঢেকে রাখতে পারেননি কিংবদন্তি তারকাও। ম্যাচের পরে বেরিয়ে আসার সময় অধিনায়কের আর্মব্যান্ড মাটিতে ছুড়ে দিয়ে তাতে লাথি মারেন। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে মুহূর্তে। তার আগে রিয়াল মাদ্রিদে প্রাক্তন সতীর্থ, বেলজিয়ামের গোলকিপার থিবো কর্তুয়াকে দেখে তিনি বলে ওঠেন, ‘‘তুমি ভাগ্যবান। তোমাদের গোলে আজ বল ঢুকতেই চাইছিল না।’’
পরে যাবতীয় হতাশা দূরে সরিয়ে রোনাল্ডো টুইটারে লেখেন, ‘‘যে রকম ফল প্রত্যাশিত ছিল, তা হয়নি। গত বারের চ্যাম্পিয়ন হলেও এ বার সঠিক সময়ের আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছি।’’ যোগ করেন, ‘‘তবে আমরা নিজেদের পারফরম্যান্সে গর্বিত। সর্বশক্তি দিয়ে ইউরো শিরোপা ধরে রাখার চেষ্টা করেছে ছেলেরা। প্রমাণ করেছি, সমর্থকদের আনন্দ দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে।’’
বেলজিয়ামকে অভিনন্দন জানাতেও ভোলেননি তিনি। রোনাল্ডো লিখেছেন, ‘‘অভিনন্দন বেলজিয়াম। প্রতিযোগিতায় বাকি দলগুলিকেও অভিনন্দন। তবে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’’
অধিনায়ক রোনাল্ডো মেজাজ হারালেও কোচ ফার্নান্দো স্যান্টোস তাঁর পাশেই দাঁড়াচ্ছেন। বলেছেন, ‘‘অধিনায়ক হওয়ার প্রত্যেকটি গুণ ওর মধ্যে রয়েছে। একাধিক সুযোগ তৈরি করেছে দলের জন্য। তবুও একটি গোল আমরা দিতে পারিনি। আমরা আবার তৈরি হয়ে ফিরে আসব।’’