পেনাল্টি থেকে গোল করছেন ব্রুনো ফার্নার্দেজ। ছবি রয়টার্স
নতুন বছরটা দুর্দান্ত ভাবে শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলাকে ২-১ ব্যবধানে শুধু হারালই না, যুগ্ম ভাবে লিগ টেবিলের শীর্ষে চলে গেল তারা।
ইপিএল টেবিলের শীর্ষে এখন ম্যান ইউয়ের চিরশত্রু লিভারপুল। য়ুর্গেন ক্লপের দলের ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট। সম সংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওয়ে গুন্নার সোলসারের দল। লিভারপুলের থেকে বেশি ম্যাচ জিতলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে তাদের।
প্রথমার্ধ শেষের কিছুক্ষণ আগে অ্যারন ওয়েন বিসাকার ক্রস থেকে ম্যান ইউকে এগিয়ে দেন অ্যান্টনি মার্শিয়াল। তবে দ্বিতীয়ার্ধে সমতা ফেরান বার্ট্রান্ড ট্রায়োরে। যদিও কিছুক্ষণ পরে ম্যান ইউয়ের হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন ব্রুনো ফার্নান্দেজ।
আরও খবর: মারাদোনার ছবির নীচে ২.৬৫ কেজি কোকেন পাচারের চেষ্টা
আরও খবর: সিটির ৫ ফুটবলার করোনা সংক্রমিত, চেলসি তৈরি ঘরের মাঠে
মরশুমের শুরুতে খারাপ ফলাফল হলেও সোলসারের দল এখন রীতিমতো দৌড়চ্ছে। সে কারণেই নরওয়ের এই কোচ বলেছেন, “জানি আমরা কী রকম খেলতে পারি। ঘরের মাঠেও এখন অনেক উন্নতি করছি। এই ফল আমাদের কাছে দারুণ আত্মবিশ্বাসের।”