জোসে মোরিনহো

ম্যাচ বাতিল চূড়ান্ত অপেশাদারের মতো কাজ, ক্ষুব্ধ মোরিনহো

ফুলহ্যামের একাধিক ফুটবলারের করোনা ধরা পড়ায় তারা বাধ্য হয় আয়োজকদের আবেদন করে ম্যাচ পিছিয়ে দিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১৯:৪৩
Share:

মোরিনহোর স্পার্স এখন সাত নম্বরে। ছবি রয়টার্স

যে ভাবে করোনার কারণে ফুলহ্যামের বিরুদ্ধে তাদের ম্যাচ বাতিল করেছে প্রিমিয়ার লিগ, তাকে চূড়ান্ত ‘অপেশাদার’ বলে বর্ণনা করলেন টটেনহ্যাম হটস্পারের কোচ জোসে মোরিনহো।

Advertisement

ফুলহ্যামের একাধিক ফুটবলারের করোনা ধরা পড়ায় তারা বাধ্য হয় আয়োজকদের আবেদন করে ম্যাচ পিছিয়ে দিতে। সেই আবেদন গ্রাহ্য করে ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। এতেই চটেছেন মোরিনহো। শেষ মুহূর্তে যে ভাবে ম্যাচ বাতিল করা হয়েছে তাতে খুশি হতে পারেননি তিনি।

মোরিনহোর কথায়, “ওটা নিয়ে বেশি কথা বলতে চাই না। কিন্তু আমার মতে, গোটা ব্যাপারটাতেই অপেশাদারিত্ব রয়েছে। আমরা ম্যাচটার জন্যে ভাল করে প্রস্তুতি নিচ্ছিলাম। তার পরে ম্যাচটা খেলতে পারিনি। অর্থাৎ এক সপ্তাহের পরিশ্রম নষ্ট হল।”

Advertisement

আরও খবর: মাঠে মারাদোনা শুধু চ্যাম্পিয়ন নন কবিও ছিলেন, বলছেন পোপ

আরও খবর: নতুন বছরের প্রথম দিনেই জিতে ইপিএল শীর্ষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

মোরিনহোর স্পার্স গত মাসের লিগ টেবিলের এক নম্বরে ছিল। কিন্তু তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় তারা সাতে নেমে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement