EPL

জিতেই হুঙ্কার ল্যাম্পার্ডের

ব্রাইটনের ঘরের মাঠে বিরতিতেই ১-০ এগিয়ে ছিল চেলসি। তবে সেই গোল দ্বিতীয়ার্ধের শুরুতেই শোধ করে দেয় ব্রাইটন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০৪:৩২
Share:

সফল: চেলসির দ্বিতীয় গোল করার পরে উচ্ছ্বসিত রিসি জেমস। রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রাইটন ১ • চেলসি ৩

Advertisement

প্রথম ম্যাচেই ব্রাইটনকে ৩-১ হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিযান শুরু করল চেলসি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের প্রশিক্ষণাধীন দলের হয়ে গোল করলেন জর্জিনহো, রিসি জেমস এবং কিয়র্ত জুমা। ব্রাইটনের হয়ে ব্যবধান কমান লিয়ান্দ্রো ত্রোসার্স।

ব্রাইটনের ঘরের মাঠে বিরতিতেই ১-০ এগিয়ে ছিল চেলসি। তবে সেই গোল দ্বিতীয়ার্ধের শুরুতেই শোধ করে দেয় ব্রাইটন। তবে এর পরেই পাল্টা আক্রমণে গিয়ে জেমস এবং জুমা ৩-১ করেন চেলসির হয়ে। গত মরসুমে চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে দুই পর্বেই হেরেছিল তারা। এ বার প্রথম ম্যাচ জিতেই চেলসি ম্যানেজার নাম না করে চ্যালেঞ্জ ছুড়লেন লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপকে। নতুন মরসুমে আর বি লাইপজিগ থেকে এসেছেন টিমো ওয়ের্নার। প্রথম ম্যাচেই তিনি দুরন্ত খেলেছেন। ল্যাম্পার্ড বলেছেন, ‍‘‍‘লিভারপুলের সঙ্গে ব্যবধান রাখতে চাই না। ওদের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই এই মরসুমে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement