Gardening Tips

গাছ দিয়ে ঘর সাজাতেই পারেন, কিন্তু তাদের বেশি দাবিদাওয়া থাকবে না! এমন গাছও আছে?

অন্দরসজ্জায় সবুজের আলাদা একটা ভূমিকা রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু জল দিতে ভুলে গেলে গাছ বাঁচবে কী করে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১২:৪০
Share:

অন্দরসজ্জায় গাছের ভূমিকা অনস্বীকার্য। ছবি: সংগৃহীত।

শীতকালে যেমন নিজে জল খেতে ভুলে যান, তেমনই ঘরে সাজানো গাছগুলিতে জল দিতেও ভুলে যান। অথচ রাস্তাঘাটে, মেলায় কোথাও গাছ দেখলেই কিনতে ইচ্ছে করে। অন্দরসজ্জায় সবুজের আলাদা একটা ভূমিকা রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু জল দিতে ভুলে গেলে গাছ বাঁচবে কী করে? অভিজ্ঞেরা বলছেন, রোজ জল দেওয়ার প্রয়োজন নেই, যৎসামান্য পরিচর্যাতেই বেড়ে উঠতে পারে, এমন গাছ রাখলেই তো সমস্যার সমাধান হতে পারে। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

১) স্নেক প্ল্যান্ট:

খুব কম জলে বেঁচে থাকে এই গাছগুলো। খুব বেশি আলোরও প্রয়োজন নেই। তাই ঘরের কোণে, যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছয় না, সেখানেও রাখতে পারেন এই গাছগুলি। সপ্তাহে এক দিন বা কোনও কোনও সময়ে দশ দিনে এক বার জল দিলেও চলে।

Advertisement

২) অ্যালো ভেরা:

ত্বক, চুলের পরিচর্যা থেকে সামান্য কাটাছেঁড়া— সবেতেই কাজে লাগে অ্যালো ভেরা। অতিরিক্ত জল এবং সার নয়— বরং পর্যাপ্ত আলো পেলেই বেড়ে উঠবে সাকুলেন্টজাতীয় এই গাছটি। ঘরের মধ্যে চড়া রোদ আসে না, এমন জায়গায় রেখে দিলেই হবে। বাড়তি যত্নের প্রয়োজন নেই।

৩) জ়িজ়ি প্ল্যান্ট:

বেশি জল দিলেই বরং মরে যায় এই গাছগুলি। এই গাছের পাতার রং খুব চকচকে। তাই পড়ার টেবিলে বা বসার ঘরের সেন্টার টেবিলে রাখলে দারুণ লাগবে। তবে ধুলো পড়ে গেলে দেখতে ভাল লাগবে না। সে ক্ষেত্রে অল্প জল স্প্রে করতে পারেন কিছু দিন অন্তর। কিন্তু গাছে ঘন ঘন জল দেওয়া চলবে না। মাটিতে আঙুল দিয়ে দেখবেন। একদম শুকনো মনে হলে তবেই আবার জল দেবেন।

৪) জেড প্ল্যান্ট:

ঘর সাজানোর জন্য আদর্শ এগুলি। জ়েড প্ল্যান্টের পাতাগুলো ছোট ছোট হলেও বেশ ঝোপের মতো হয়। জানলায় কিংবা টেবিলে রাখতে পারেন। খুব বেশি আলোর প্রয়োজন নেই গাছের। বেশি জল দিলে মরে যায় এই গাছও। তাই সপ্তাহে এক দিন খুব সাবধানে অল্প জল দেবেন। আর দেখবেন, জল যেন মাটিতে জমে না থাকে।

৫) বানি ইয়ার ক্যাকটাস:

ক্যাকটাস বা কাঁটাজাতীয় গাছ কিন্তু কম জলে দিব্য বেঁচে থাকে। ক্যাকটাসের নানা প্রকারভেদ রয়েছে। তাদের মধ্যে এই বানি ইয়ার ক্যাকটাস গাছটি ঘরে রাখা যেতেই পারে। অনেকটা খরগোশের কানের মতো দেখতে এই গাছ। অল্প জল এবং সামান্য যত্নে দীর্ঘ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement