Roberto Firmino

EPL 2021: ম্যান ইউয়ের হার, হ্যাটট্রিকে উজ্জ্বল ফির্মিনো

হ্যাটট্রিক করলেও ফির্মিনোর কোনও গোলই (৩৭, ৫২ ও ৯০+১ মিনিটে) অসাধারণ নয়। বলের কাছাকাছি পৌঁছে শুধু কাজের কাজটা করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ০৬:৫৯
Share:

ওয়াটফোর্ডের সঙ্গে হ্যাটট্রিক ফির্মিনোর। রয়টার্স

ইপিএল

Advertisement

ওয়াটফোর্ড০ লিভারপুল ৫

লেস্টার সিটি ৪ ম্যান ইউ ২

Advertisement

ম্যান সিটি ২ বার্নলি ০

ইপিএলে বিস্ময় গোল করলেন মহম্মদ সালাহ। লিভারপুলের সামনে খড়কুটোর মতো উড়ে গেল ওয়াটফোর্ড। রবের্তো ফির্মিনোর হ্যাটট্রিকে ৫-০ জিতল অ্যা‌নফিল্ডের ক্লাব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে খেলিয়েও লেস্টার সিটির কাছে ২-৪ হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্য ম্যাঞ্চেস্টার, পেপ গুয়ার্দিওলার ‘সিটি’ শনিবার তিন পয়েন্টই তুলল বার্নলিকে ২-০ হারিয়ে। গোল করলেন বের্নার্দো সিলভা (১২ মিনিট) ও কেভিন দ্য ব্রুইন (৭০ মিনিট)।

ভিকারেজ রোডে লিভারপুল একচেটিয়া দাপট দেখাল। ওয়াটফোর্ড ম্যানেজারের দায়িত্বে প্রথম ম্যাচে বিশ্রী অভিজ্ঞতা হল ক্লাউদিয়ো রেনিয়েরির। অথচ এই ইটালীয়ের প্রশিক্ষণেই লেস্টার সিটি ইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। রোনিয়েরির ফুটবলারদের শুরু থেকেই দিশাহীন লেগেছে। যার সুবিধে তুলে রবের্তো ফির্মিনো হ্যাটট্রিক পেলেন। সঙ্গে একক প্রচেষ্টায় অবিশ্বাস্য গোল করলেন সালাহ। ‘মিশরীয় মেসি’র জাদু সামলাতে হিমশিম খেল ওয়াটফোর্ড।

ন’মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন সাদিয়ো মানে। এ ক্ষেত্রে প্রধান ভূমিকা সালাহরই। বাঁ-পায়ের বাইরের দিক থেকে তিনি যে বাঁক খাওয়ানো পাস দেন, তা থেকে গোল অবধারিত ছিল। আফ্রিকার তৃতীয় ফুটবলার হিসেবে মানে প্রিমিয়ার লিগে একশো গোল করলেন। দিদিয়ে দ্রোগবা ও সালাহর পরে। লিভারপুল ডিসেম্বরে ৭-০ হারায় ক্রিস্টাল প্যালেসকে। তার পরে এটাই তাদের বড় জয়। সে ম্যাচেও ফির্মিনো-মানে-সালাহ গোল করেন! এ বার অপরাজিত লিভারপুল বাইরের মাঠে ছ’টি ম্যাচেই তিন বা তার বেশি গোলে জিতল।

হ্যাটট্রিক করলেও ফির্মিনোর কোনও গোলই (৩৭, ৫২ ও ৯০+১ মিনিটে) অসাধারণ নয়। বলের কাছাকাছি পৌঁছে শুধু কাজের কাজটা করেছেন। সেরা গোল সালাহর। যাকে অনেকে ‘বিস্ময় গোল’ বললেন। ওয়াটফোর্ড বক্সের কোণায় তিন জন ঘিরে থাকা অবস্থা থেকে বেরিয়ে নিখুঁত শটে তিনি গোল করেন। সালাহ লিভারপুলের শেষ আট ম্যাচে গোল পেলেন। এখনও পর্যন্ত গোল ১০। নয় ম্যাচে। বোঝা যাচ্ছে, অ্যানফিল্ডের ক্লাব দু’বছর আগেই কেন সালাহর সঙ্গে নতুন চুক্তি সারতে চায়।

লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, সালাহকে দেখে কি লিয়োনেল মেসির কথা মনে পড়েছে? জার্মান কোচের রসিকতা, ‘‘আমার তো লিয়োকে দেখেই মনে হয়, ও মো-র (সালাহর) মতো।’’ আফ্রিকানদের মধ্যে ইপিএলে সবচেয়ে বেশি ১০৪টি গোল ছিল দ্রোগবার। সালাহ সে নজির স্পর্শ করে বললেন, ‘‘যখনই বক্সে বল পাই, চেষ্টা করি নিজে বা অন্য কেউ যেন গোলটা করে। আমার কাছে দলের থেকে বড় কিছু নেই।’’

লেস্টার সিটির বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চূড়ান্ত ব্যর্থ। অথচ ম্যাসন গ্রিনউডের অসাধারণ দূরপাল্লার শটে ১-০ এগিয়েছিল রেড ডেভিলস। কিন্তু হ্যারি ম্যাগুয়ারকে বোকা বানিয়ে ৩১ মিনিটে ইয়োরি টিয়েলমানসকে গোলের পাস সাজিয়ে দেন কেলেচি ইনহেনাচো। লেস্টারের বাকি গোল ক্যাগলার সোয়ুনকু (৭৮ মিনিট), জেমি ভার্ডি (৮৩ মিনিট) ও প্যাটসন ডাকার (৯০+১)। কাঁধে অস্ত্রোপচারের পরে পরিবর্ত হিসেবে নেমে ৮২ মিনিট ম্যান ইউয়ের দ্বিতীয় গোল মার্কাস র‌্যাশফোর্ডের। রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয় এক মিনিট পরেই ভার্ডি ৩-২ করায়। ম্যান ইউ কফিনে শেষ পেরেক পোঁতেন জ়াম্বিয়ান স্ট্রাইকার ডাকা।

ইপিএল টেবলে লিভারপুলের পয়েন্ট ৮ ম্যাচে ১৮। ম্যান সিটির সমসংখ্যক ম্যাচে ১৭। পিছিয়ে পড়ছে ম্যান ইউ (আট ম্যাচে ১৪)। অনিশ্চিত হচ্ছে, পল পোগবাদের ম্যানেজার ওয়ে গুন্নার সোলসারের ভবিষ্যৎ। শেষ তিন ম্যাচেই জেতেনি ম্যান ইউ। এ দিকে, তিন পয়েন্ট পেলেও শনিবার ম্যান সিটি খুব ভাল খেলেনি। পেপ প্রথম থেকে খেলালেও কিছুই করতে পারেননি রাহিম স্টার্লিং। অন্য দিকে চেলসির জয়ের ধারা অব্যাহত। শনিবার ব্রেন্টফোর্ডকে ১-০ হারায় তারা। গোল করেন বেন চিলওয়েল।

এ দিকে, বুন্দেশলিগায় শনিবার বরুসিয়া ডর্টমুন্ড ৩-১ হারিয়েছে মাইনজ়কে। জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement