ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি'র কাছে হেরে গেল চেলসি। ছবি : রয়টার্স
ইংলিশ প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি
প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় সিটি। গুন্দোগানের ডান পায়ের শট জালে জড়ায়। এর চার মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করে যান ফিল ফোডেন। তাঁর অসাধারণ ফ্লিক গোলে ঢোকে। এরপর ৩৪ মিনিটের মাথায় চেলসির কফিনে শেষ পেরেক পুঁতে দেন কেভিন ডি ব্রুন। কন্তে ভুল করেন সেখান থেকে ডিব্রুন হেড করে ফাঁকায় বল দেন রহিম স্টারলিংকে। স্টারলিং প্রায় ফাঁকায় ঢুকে পড়েন পেনাল্টি বক্সে। কন্তেকে কাটিয়ে শট নিলেও শট বারে লাগে। ফিরতি বলে শট করে গোল করেন ডি ব্রুন। ব্যবধান আরও বাড়তে পারত। রডরিগো হার্নান্দেজের শট কোনওমতে বাঁচান গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ব্যবধান কমান ক্যালাম ওডোই।
আরও পড়ুন: ফের নজির মেসির, বার্সেলোনার হয়ে লিগে ৫০০তম ম্যাচ খেললেন
ম্যাঞ্চেস্টার সিটি ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। চেলসি রয়েছে অষ্টম স্থানে। তাদের ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট। শীর্ষে লিভারপুল। তাদের ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও সমসংখ্যক ম্যাচ খেলে ৩৩ পয়েন্টে রয়েছে।
আরও পড়ুন: ৭৫৮ গোল, পেলে-কে টপকে রোনাল্ডো এখন দ্বিতীয় স্থানে