হাঁটু মুড়ে প্রতিবাদ হ্যারি কেনের ছবি রয়টার্স
বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাঁটু মুড়ে বসেছিল ইংল্যান্ড দল। কিন্তু সেই আচরণের বিরুদ্ধে এক শ্রেণির সমর্থক শিস দিয়ে তীব্র বিদ্রুপ করেন। তবু ফুটবলাররা সিদ্ধান্ত নিয়েছেন, ইউরো কাপে এ ভাবেই প্রতিবাদ জানাবেন তাঁরা।
বর্ণবিদ্বেষী আক্রমণের প্রতিবাদে গত বছর থেকেই বিভিন্ন ভাবে প্রতিবাদ করছেন বিভিন্ন খেলোয়াড়রা। ফুটবলও তার ব্যতিক্রম নয়। ঘরোয়া লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগেও এ জিনিস দেখা গিয়েছে। শনিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে হাঁটু মুড়ে প্রতিবাদ জানানোর সময়েই কিছু সমর্থক তীব্র চিৎকার এবং শিস দিয়ে ওঠেন। তবে এর উল্টো দিকে গিয়ে অনেক সমর্থক এই প্রতিবাদকে হাততালি দিয়ে সমর্থন করেছেন।
ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেছেন, “সমর্থকরা নিজেদের দেশকেই ব্যঙ্গ করছে। আমি তো কিছুতেই এটা বুঝতে পারছি না। যদি কারওর পছন্দ না হয়, সে চুপ করে বসে থাকলেই পারে। কিন্তু নিজের দেশের উদ্দেশে ব্যাঙ্গাত্মক শিস দেওয়া অত্যন্ত নিম্নরুচির পরিচয়।”