চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন লেস্টার সিটির তারকা স্ট্রাইকার জেমি ভার্ডি। বললেন, লেস্টার সিটির কোচ ক্লদিও রানিয়েরির অপসারণের পর তাঁকে এবং তাঁর পরিবারকে দুষ্কৃতিরা নিশানা করেছিল। তাঁর কাছে মৃত্যুভয় দেখিয়ে ফোন এসেছিল বলেও দাবি করেছেন ভার্ডি।
একইসঙ্গে তিরিশ বছরের স্ট্রাইকারের অভিযোগ, রানিয়েরিকে সরিয়ে দেওয়া নিয়ে তাঁর দিকে অহেতুক সন্দেহের আঙুল তোলা হয়েছিল। রটানো হচ্ছিল যে, তিনিই নাকি ক্লাবকে বাধ্য করেছেন কোচকে সরিয়ে দেওয়ার জন্য। ‘‘ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে,’’ বলছেন ভার্ডি, ‘‘একটা খবরে পড়েছিলাম, সেভিয়া ম্যাচের পরে নাকি আমি নিজে কোচকে সরিয়ে দেওয়া নিয়ে বৈঠকে ছিলাম। অথচ, তখন আমি ডোপ পরীক্ষার ঘরে বসে আছি।’’
সংবাদপত্রে তাঁকে দায়ি করে রিপোর্ট বেরনোয় ক্ষুব্ধ ভার্ডি। ক্ষোভ আর গোপন না রেখে মুখ খোলেন তিনি। বলেছেন, ‘‘লোকে সেই সব কাহিনি সত্যি ধরে নিয়ে লাফাতে থাকল। আমাকে, আমার পরিবার, বাচ্চাদের হুমকি দেওয়া হল। আমার স্ত্রী যখন বাচ্চাদের নিয়ে গাড়ি চালাচ্ছে, তখন তার ওপর হামলা হওয়াটা নিশ্চয়ই উপভোগ্য কোনও ব্যাপার নয়।’’
পোডলস্কির বিদায়ী ম্যাচ: আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে বুধবার মুখোমুখি হতে চলেছে জার্মানি ও ইংল্যান্ড। বরুসিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠে হবে ম্যাচ। জার্মানির হয়ে এটাই শেষ ম্যাচ বিশ্বকাপজয়ী লুকাস পোডলস্কির। দেশের হয়ে বিদায়ী ম্যাচে দলের অধিনায়কত্ব করবেন পো়ডলস্কি। দেশের হয়ে বিশ্বকাপ জেতা ছাড়াও একশোর বেশি ম্যাচও খেলেছেন পোডলস্কি। জার্মান কোচ জোয়াকিম লো বলছেন, ‘‘জার্মানির ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার পোডলস্কি। ওর বিদায়ী ম্যাচ হিসেবে এর থেকে বড় মঞ্চ আর কিছু হতে পারত না।’’