England's Dawid Malan snatched the victory from Australia in the last over of 1st T20
শেষ বলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই রানে জিতল ইংল্যান্ড। শেষ বলে পাঁচ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। ব্যাটিং এন্ডে ছিলেন মার্কাস স্টোয়নিস। কিন্তু সদ্য রাজস্থান রয়্যালসে সুযোগ পাওয়া টম ক্যারেনের দুরন্ত ইয়র্কার জয় নিশ্চিত করে ইংল্যান্ডের। শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বিধ্বংসী মেজাজে শুরু করেন জস বাটলার। ওপেন করতে নেমে ২৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি।
জবাবে দুরন্ত শুরু অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারের। এ বার সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক তিনি। ৪৭ বলে ৫৮ রান করে গেলেও বাকিরা সেই শুরুর সদ্ব্যবহার করতে পারেননি। ২০ ওভারে ১৬২ রানের জবাবে ১৬০-৬ স্কোরে আটকে যায় অস্ট্রেলিয়া।
ক্রিস জর্ডান যখন ১৯তম ওভার বল করতে আসেন অস্ট্রেলিয়ার তখন প্রয়োজন ছিল ১৯ রান। ওভারে চার রান দিয়ে বিপক্ষকে আরও কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেন জর্ডান। শেষ ওভারে ১৫ রান করলেই জিতত অস্ট্রেলিয়া। কভারের উপর দিয়ে স্টোয়নিসের দুর্দান্ত শট আশা বাঁচিয়ে রেখেছিল অস্ট্রেলীয় শিবিরে। শেষ বলে বাকি ছিল পাঁচ রান। কারেনের ইয়র্কারেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন।
আইপিএলের নজরে দেখলে বাটলারের এই ইনিংস স্বস্তি দেবে রাজস্থান রয়্যালস শিবিরে। রাজস্থানের হয়েই ওপেন করবেন তিনি। ইংল্যান্ড ওপেনারের এই দাপুটে ইনিংস দেখে বিপক্ষে থাকা স্টিভ স্মিথ হয়তো কিছুটা স্বস্তিবোধ করছেন। অস্ট্রেলিয়ার হয়ে খেললেও তিনিই যে রাজস্থান রয়্যালসের অধিনায়ক।
কলকাতা নাইট রাইডার্সের সব চেয়ে বড় অস্ত্র প্যাট কামিন্সও পেয়েছেন এক উইকেট। ইংল্যান্ড ইনিংসের প্রথম উইকেট পান তিনিই। তিন ওভার বল করে ২৪ রান দিয়েছেন অস্ট্রেলীয় পেসার। ১৫.৫ কোটি টাকা দিয়ে তাঁকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনিই নাইটদের অন্যতম ভরসা। কামিন্সের এই ছন্দ কিছুটা হলেও মুখে হাসি ফোটাবে নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের। কিন্তু অইন মর্গ্যান ও টম ব্যান্টনকে নিজেদের চেনা ছন্দে দেখা গেল না।
স্কোরকার্ড
ইংল্যান্ড ১৬২-৭ (২০)
অস্ট্রেলিয়া ১৬০-৬ (২০)
ইংল্যান্ড
বাটলার ক কামিন্স বো অ্যাগার ৪৪ • ২৯
বেয়ারস্টো ক স্টার্ক বো কামিন্স ৮ • ৭
মালান ক স্মিথ বো রিচার্ডসন ৬৬ • ৪৩
ব্যান্টন ক ফিঞ্চ বো অ্যাগার ৮ • ১০
মর্গ্যান ক স্মিথ বো ম্যাক্সওয়েল ৫ • ৩
মইন ক জাম্পা বো ম্যাক্সওয়েল ২ • ৬
কারেন ক অ্যাগার রিচার্ডসন ৬ • ১০
ক্রিস জর্ডান ন.আ ১৪ • ৮
আদিল রশিদ ন.আ ১ • ৪
অতিরিক্ত ৮
মোট ১৬২-৭ (২০)
পতন: ১-৪৩ (বেয়ারস্টো, ৩.৬), ২-৬৪ (বাটলার, ৭.৪), ৩-৭৪ (ব্যান্টন, ৯.৫), ৪-৯১ (মর্গ্যান, ১১.৫), ৫-১০৮ (মইন, ১৩.৫), ৬-১২৪ (কারেন, ১৬.৫০, ৭-১৪৭ (মালান, ১৮.১) ।
বোলিং: মিচেল স্টার্ক ৩-০-৩০-০, অ্যাশটন অ্যাগার ৪-০-৩২-২, প্যাট কামিন্স ৩-০-২৪-১, কেন রিচার্ডসন ৩-০-১৩-২, অ্যাডাম জাম্পা ৪-০-৪৭-০, গ্লেন ম্যাক্সওয়েল ৩-০-১৪-২।
অস্ট্রেলিয়া
ওয়ার্নার বো জোফ্রা ৫৮ • ৪৭
ফিঞ্চ ক জর্ডান বো জোফ্রা ৪৬ • ৩২
স্মিথ ক বেয়ারস্টো বো রশিদ ১৮ • ১১
ম্যাক্সওয়েলক মর্গ্যান বো রশিদ ১ • ২
স্টয়নিস ন.আ ২৩ • ১৮
ক্যারে বো উড ১ • ৫
অ্যাগার রান আউট ৪ • ৫
প্যাট কামিন্স ন.আ ০ • ০
অতিরিক্ত ৯
মোট ১৬০-৬ (২০)
পতন: ৯৮-১ (ফিঞ্চ, ১০.৬), ১২৪-২ (স্মিথ ১৪.২), ১২৭-৩ (ম্যাক্সওয়েল ১৪.৬), ১২৯-৪ (ওয়ার্নার, ১৫.২), ১৩৩-৫ (ক্যারে, ১৬.৩), ১৪৮-৬ (অ্যাগার ১৮.৬)।
বোলিং: জোফ্রা আর্চার ৪-০-৩৩-২, মার্ক উড ৪-০-৩১-১, ক্রিস জর্ডান ৩-০-২৩-০, টম কারেন ৪-০-৩৩-০, আদিল রশিদ ৪-০-২৯-২, মইন আলি ১-০-৯-০।
২ রানে জয়ী ইংল্যান্ড
ম্যাচের সেরা ডাউয়িদ মালান