অলি রবিনসন। ফাইল ছবি
আচমকাই বিপদে পড়েছেন ইংল্যান্ডের বোলার অলি রবিনসন। দীর্ঘদিন আগে নেটমাধ্যমে তাঁর করা বর্ণবিদ্বেষী মন্তব্য হঠাৎই উদয় হয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শাস্তি হিসেবে জরিমানার পাশাপাশি আগামী ম্যাচে তাঁকে বাদ দেওয়াও হতে পারে।
২০১৩ সালে কেন্ট ছেড়ে ইয়র্কশায়ারে সই করেন রবিনসন। তখনই বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। ব্যাপারটা তখন নজরে আসেনি কারওরই। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড মাঠে নামার কয়েক ঘণ্টা পরেই সেই টুইটের উদয় হয়। মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে যায়। বাধ্য হয়ে আসরে নামতে হয় ইসিবি-কে। বিবৃতি জারি করে তারা জানিয়ে দেয়, বর্ণবিদ্বেষ সংক্রান্ত যেকোনও কাজের বিরোধী তারা। পুরনো ঘটনা হলেও শাস্তি পেতে হবে রবিনসনকে। এই টেস্ট শেষ হলেই শাস্তির কথা জানানো হবে। তবে রবিনসনের ক্লাব সাসেক্স জানিয়েছে, তারা ক্রিকেটারের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক সিদ্ধান্ত নিচ্ছে না। কারণ ঘটনার সময় ক্রিকেটার ক্লাবের সদস্য ছিলেন না।
রবিনসন নিজেও এই ঘটনায় যথেষ্ট অনুতপ্ত। ইতিমধ্যেই তিনি নেটমাধ্যমে বিবৃতি জারি করে ক্ষমা চেয়েছেন।