ICC World Cup 2019

এই ভাবে জয়টা মেনে নেওয়া যায় না, বিশ্বকাপ ফাইনাল নিয়ে বললেন মরগ্যান

ইংল্যান্ড অধিনায়ক অইন মরগ্যান জানিয়ে দিলেন, ফাইনালে এই ভাবে জেতা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২০ জুলাই ২০১৯ ১৫:২৯
Share:

ইংল্যান্ড অধিনায়ক অইন মরগ্যান জানিয়ে দিলেন, ফাইনালে এই ভাবে জেতা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ছবি- পিটিআই

বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেও ফাইনালে ইংল্যান্ডের জয় নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এ বার ইংল্যান্ড অধিনায়ক অইন মরগ্যান জানিয়ে দিলেন, ফাইনালে এই ভাবে জেতা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

Advertisement

বিশ্বকাপ ফাইনালে বেশি বাউন্ডারি মারার জন্য প্রথম বার বিশ্বকাপ যেতে ইংল্যান্ড। এই নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক অইন মরগ্যান বললেন, “দু’টি দলের মধ্যে খুব সামান্য তফাত ছিল। যে কোনও একটি দল জিতে যেতে পারত। ফাইনালে দু’টি দল প্রায় একই রকম পারফর্ম করেছে। কিন্তু এ ভাবে জিতব এটা আমিও আশা করিনি। এই জয় কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।”

মরগ্যান আরও বলেন, “জেতা বা হারার মধ্যে খুব সামান্যই তফাত ছিল। জেতা অবশ্যই কঠিন ছিল, কিন্তু হেরে যাওয়া আরও কঠিন ছিল সেই মুহূর্তে। আমি উইলিয়ামসনকে বলেছি, আমরা ম্যাচ তোমাদের হাতে অনেক সময় তুলে দিয়েছিলাম কিন্তু তোমরা সেই সুযোগ নিতে পারোনি।”

Advertisement

আরও পড়ুন: আধাসেনায় দু’ মাস যাচ্ছেন ধোনি, থাকছেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement