বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত মুখ।২০১৫ বিশ্বকাপ দলেও রয়েছেন তিনি। শুধু তাই নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভাইকিন্সের হয়ে নিয়মিত দিলশান তিলকরত্নের সঙ্গে ওপেন করতে নামেন এনামুল।তাঁর নাম কি না শিরোনামে চলে এল মারপিট করার জন্য!
কী হয়েছে?
গত কয়েক বছর ধরেই কুষ্টিয়ার একটি বাড়িতে ভাড়া থাকেন তাঁরা। গত রবিবার সেই বাড়ির মালিকের ছেলের সঙ্গেই বচসা বাধে এনামুলের বাবার। তার পরই ওই রাতে বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয় দলের এই ব্যাটসম্যান আক্রমণ করেন মোতালেব হোসেন বাপির ওপর। তাকে ব্যাট দিয়ে মারধরের অভিযোগ করেছেন তিনি।যদিও আহত মোতালেবকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন এনামুল। ২২ বছরের এই উইকেট কিপার ব্যাটসম্যান ইতিমধ্যেই খেলে ফেলেছেন চারটি টেস্ট ও ৩০টি একদিনের ম্যাচ। ঝুলিতে রয়েছে তিনটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিও।