IPL

গত আইপিএলের সেরা উঠতি ক্রিকেটারের টানা চারটি শতরান

বিজয় হজারে ট্রফিতে টানা চারটি শতরান করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ওপেনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ১৯:২৪
Share:

প্রতীকী চিত্র

গতবারের মতো এবারের আইপিএলেও যে রাজত্ব করবে তাঁর ব্যাট, ক্রমশ বুঝিয়ে দিচ্ছেন দেবদত্ত পাড়িকল। বিজয় হজারে ট্রফিতে টানা চারটি শতরান করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ওপেনার। কেরলের বিরুদ্ধে ১০১ রান করলেন কর্ণাটকের এই ব্যাটসম্যান। গতবছর আইপিএলের সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন তিনি।

Advertisement

কোয়ার্টার ফাইনালে ১১৯ বলে ১০১ রানের ইনিংস খেলেন পড়িকল। তাঁর ইনিংসে ১০টি চার, ২টি ছয় রয়েছে। এর আগে গ্রুপের শেষ ম্যাচে রেলের বিরুদ্ধে অপরাজিত ১৪৫ রান করেছিলেন। এছাড়াও রয়েছে ওড়িশার বিরুদ্ধে জীবনের সেরা ১৫২ রান এবং কেরলের বিরুদ্ধে অপরাজিত ১২৬ রান।

সোমবার কেরলকে ৮০ রানে হারিয়ে কর্ণাটক সেমিফাইনালে ওঠে। তবে কর্ণাটকের এই জয়ের নায়ক পাড়িকল নন। তাঁর সঙ্গে ওপেন করতে নামা রবিকুমার সামর্থ ১৫৮ বলে ১৯২ রান করেন। তিনি ২২টি চার, ৩টি ছয় মারেন। কর্ণাটক প্রথমে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৩৮ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে কেরলের ইনিংস ২৫৮ রানে শেষ হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement