গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রেবাকিনা। ফাইল ছবি।
গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রেবাকিনা এ বার অস্ট্রেলীয় ওপেনেও খেতাবের দাবিদার। বৃহস্পতিবার মেলবোর্নে দু’বারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজ়ারেঙ্কাকে স্ট্রেট সেটে হারিয়ে উঠলেন ফাইনালে। জাতিতে রুশ কিন্তু এখন কাজাখস্তানের নাগরিক ২৩ বছর রেবাকিনার দাপট দশ বছর পরে আজ়ারেঙ্কার মেলবোর্নে ট্রফি জয়ের স্বপ্নে জল ঢেলে দিল। ম্যাচের ফল ৭-৬ (৭-৪) ও ৬-৩।
প্রথম সেটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে দ্বিতীয় সেট একেপেশে ভাবে জেতেন রেবাকিনা। ফাইনালে তাঁর সামনে আরিনা সাবালেঙ্কা। অন্য সেমিফাইালে যিনি অবাছাই পোলিশ ম্যাগডা লিনেটকে ৭-৬ (৭-১), ৬-৩ সেটে হারিয়েছেন। রেবাকিনা বলেছেন, ‘‘আমি কতটা খুশি বলে বোঝাতে পারব না। এখানে যে আরও একটা ম্যাচ খেলতে পারব সত্যি ভাবতে পারছি না। প্রতিপক্ষ আজ়ারেঙ্কা বলেই ততটা আগ্রাসন দেখাতে পারিনি। তবু শেষপর্যন্ত জিততে পেরে খুবই ভাল লাগছে।’’ যোগ করেছেন, ‘‘উইম্বলডনে খেলে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছিলাম। আশা করব সে সব এখানে ফাইনালেও কাজে লাগাতে পারব।’’