Pele

পেলেকে সম্মান জানাবে ইডেন, বিরাট শাসনে মোহিত সৌরভ

১৯৭৭ সালের সেপ্টেম্বরে মোহনবাগানের বিরুদ্ধে নিউ ইয়র্ক কসমস দলের হয়ে ম্যাচ খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট। ইডেনে হয়েছিল ঐতিহাসিক ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ০৭:৪৮
Share:

প্রস্তুতি: ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে ম্যাচের জন্য সেজে উঠছে ইডেন। চলছে লেসার শো-এর মহড়া। মঙ্গলবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

প্রয়াত কিংবদন্তি পেলেকে সম্মান জানাবে ইডেন। ১৯৭৭ সালের সেপ্টেম্বরে মোহনবাগানের বিরুদ্ধে নিউ ইয়র্ক কসমস দলের হয়ে ম্যাচ খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট। ইডেনে হয়েছিল ঐতিহাসিক ম্যাচ। মারণরোগ ক্যানসার কেড়ে নিয়েছে তিন বারের বিশ্বকাপ জয়ীকে। কিন্তু কলকাতা তাঁকে কখনও ভুলবে না।

Advertisement

পেলের সেই ম্যাচের কিছু ছবি সংগ্রহ করেছে সিএবি। ১২ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা ম্যাচের মধ্যে ইনিংসের বিরতিতে এক মিনিটের জন্য পেলের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হবে ইডেনের বড় পর্দায়। কসমসের হয়ে তাঁর খেলার কিছু মুহূর্ত গেঁথে রয়েছে কলকাতার ফুটবলপ্রেমীদের মনে। সেই স্মৃতি আবারও রোমন্থনের সুযোগ থাকবে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে।

সিএবির এক কর্তা বলছিলেন, ‘‘বহু চেষ্টা করে কিছু ছবি সংগ্রহ করা হয়েছে। পেলে কলকাতায় এসে এই মাঠেই খেলে গিয়েছেন। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো তা জানেন না।’’ যোগ করেন, ‘‘ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের অনেকের কাছে এই তথ্য নতুন হতে পারে। পেলের কিছু ছবি নিয়ে জায়ান্ট স্ক্রিনে স্লাইড শো-এর ব্যবস্থা করা হয়েছে।’

Advertisement

ম্যাচের দু’দিন আগে ইডেন পরিদর্শন করে গেলেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঠ থেকে ঘুরে এসে সৌরভ বলেন, ‘‘পিচ খুব ভাল। খুবই ভাল একটি ম্যাচ উপভোগ করবেন দর্শকরা।’’

গুয়াহাটিতে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৭৩তম সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তাঁর ১১৩ রানের ইনিংস মুগ্ধ করেছে সৌরভকেও। যা নিয়ে প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘অসাধারণ ইনিংস খেলল বিরাট। অপূর্ব।’’ যোগ করেন, ‘‘রোহিতের ইনিংসও ভুললে চলবে না। শুরুটা ভাল করেছে।’’

সৌরভকে এ বারও দিল্লি ক্যাপিটালসে কোনও একটি ভূমিকায় দেখা যেতে পারে। যা এ দিনই তিনি নিশ্চিত করে দিয়েছেন। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ঋষভ পন্থ। তাঁর হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়েছে। ভারতীয় উইকেটকিপার ও তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সৌরভ। বললেন, ‘‘এ বারের আইপিএলে ঋষভ খেলতে পারবে না।’’ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক আইপিএল না খেললে দলের নতুন অধিনায়ক কে হতে পারেন? সৌরভের উত্তর, ‘‘কয়েক দিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হবে।’’

ঋষভের দুর্ঘটনা যে ভয়াবহ, তা বলতে দ্বিধা নেই সৌরভের। ‘‘খেলতে গিয়ে চোট লাগা এক রকম। কিন্তু আমি জীবনেও এত বড় আঘাত পাইনি’’, বলছিলেন তিনি। সংযোজন, ‘‘মাত্র ২৩ বছর বয়স। ঋষভের মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে। ধীরে ধীরে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে।’’

চোট থেকে এখনও মুক্ত হতে পারেননি যশপ্রীত বুমরাও। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনর ম্যাচের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এমনকিঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, রয়েছে প্রশ্ন। সৌরভ বলছিলেন, ‘‘বুমরা না খেললে ভারত সমস্যায় পড়তে পারে। দলের সম্পদ ও।’’ যোগ করেন, ‘‘তবে জোরে বোলাররা চোট পাবেই। সেই চোট থেকে ফিরে আসার পর্যাপ্ত সময় ওকে দিতেই হবে।’’

বুমরা কি তাঁর বোলিং অ্যাকশনের জন্যই কি এত চোট পাচ্ছেন? সৌরভের উত্তর, ‘‘ফাস্ট বোলিং একেবারেই সহজ নয়। শুধুমাত্র অ্যাকশনের জন্যই যে মানুষ চোট পায়, তা কিন্তু নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement