ভারত-পাক ম্যাচের জন্যও তৈরি ইডেন

ধর্মশালায় টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে মঙ্গলবার চিঠি দিয়ে জানিয়ে দিলেন, এই ম্যাচের জন্য যথেষ্ট নিরাপত্তা দিতে পারবে না তার সরকার। তাঁর অনুরোধ, ধর্মশালা থেকে ম্যাচ সরানো হোক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ০২:৫৯
Share:

ধর্মশালায় টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে মঙ্গলবার চিঠি দিয়ে জানিয়ে দিলেন, এই ম্যাচের জন্য যথেষ্ট নিরাপত্তা দিতে পারবে না তার সরকার। তাঁর অনুরোধ, ধর্মশালা থেকে ম্যাচ সরানো হোক।

Advertisement

বিজেপি সাংসদ ও ভারতীয় বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর মন্তব্য করেছেন, ‘‘ক্রিকেট নিয়ে রাজনীতি করছে হিমাচল সরকার। ছ’মাস আগেই যা ঠিক হয়ে গিয়েছে তাতে শেষ মুহূর্তে পিছিয়ে এলে রাজ্যেরই বদনাম।’’ পাক বোর্ড সূত্রের খবর, এ দিন বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর পাক বোর্ড প্রধান শাহরিয়ার খানকে ধর্মশালায় পাক দলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকও মধ্যস্থতা করে দু’পক্ষের সমস্যা মেটানোর চেষ্টা করবে বলে জানিয়েছে। তবে ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা যেখানে রাজ্য সরকারের দায়িত্ব, সেখানে বীরভদ্রের সরকার রাজি না হলে ম্যাচ করা যাবে কি না, সে প্রশ্নই উঠতে শুরু করেছে।

মোহালি, চিন্নাস্বামী বা ইডেনে এই ম্যাচ সরতে পারে বলে মঙ্গলবার দেশের ক্রিকেট মহলে জল্পনাও চলল। সিএবি শীর্ষকর্তারা আবার জানিয়েও দিলেন, বোর্ড ম্যাচ দিতে চাইলে তাঁরা তৈরি। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সন্ধ্যায় বলে দিলেন, ‘‘আমাদের ম্যাচ দেওয়া হলে আপত্তি করব না। আমরা তৈরি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement