রুটদের জন্য বিশেষ ব্যবস্থা। ফাইল ছবি
‘বায়ো বাবল’, বাংলায় যার অর্থ জৈব বলয়। করোনা অতিমারির পর থেকে ক্রিকেট হোক, বা ফুটবল, সব ধরনের খেলার সঙ্গেই এই দুটি শব্দ জড়িয়ে গিয়েছিল। তাই এই দুটি শব্দকেই ব্যবহার না করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।
জানা গিয়েছে, বায়ো বাবল শব্দ দুটি ক্রিকেটারদের মানসিক ভাবে প্রভাবিত করছে। অনেকেই এই শব্দ শুনলেই ভয় পেয়ে যাচ্ছেন। তাই বায়ো বাবলের বদলে ‘টিম এনভায়রনমেন্ট’ কথাটি ব্যবহার করা হবে এ বার থেকে।
তবে পরিচিতি বদলালেও নিয়ম বদলাচ্ছে না। ইসিবি-র তরফে জানানো হয়েছে, ক্রিকেটারদের বিধিনিষেধ বজায় থাকবে আগের মতোই। অর্থাৎ হোটেল থেকে মাঠ এবং মাঠ থেকে হোটেলেই তাঁদের গতিবিধি সীমাবদ্ধ। বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই। যদিও ইংল্যান্ডে লকডাউন এবং করোনা সংক্রান্ত কড়াকড়ি আস্তে আস্তে কমছে। শনিবার এফএ কাপ ফাইনাল দেখতে যেমন হাজির ছিলেন ২১ হাজার দর্শক।