Sports News

ফের ব্যর্থ ইস্ট-মোহন ও এআইএফএফ বৈঠক

আবারও নিষ্ফলা ভাবে শেষ হল ইস্টবেঙ্গল-মোহনবাগান ও এআইএফএফ-র বৈঠক। দেশের সর্বোচ্চ লিগে কলকাতার দুই প্রধানের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সোমবার দিল্লির ফুটবল হাউসে বৈঠকে বসে দুই ক্লাব ও এআইএফএফ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ২৩:২৮
Share:

আবারও নিষ্ফলা ভাবে শেষ হল ইস্টবেঙ্গল-মোহনবাগান ও এআইএফএফ-র বৈঠক।

Advertisement

দেশের সর্বোচ্চ লিগে কলকাতার দুই প্রধানের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সোমবার দিল্লির ফুটবল হাউসে বৈঠকে বসে দুই ক্লাব ও এআইএফএফ।

ইস্টবেঙ্গলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শীর্ষ কর্তা দেবব্রত সরকার এবং সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত। অন্য দিকে মোহনবাগানের হয়ে এই সভায় প্রতিনিধিত্ব করেন ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত এবং সহ-সচিব সৃঞ্জয় বসু। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই বৈঠকে উপস্হিত ছিলেন কুশল দাস।

Advertisement

এ দিনের আলোচনায় যৌথ ভাবে ইস্ট-মোহনের পক্ষ থেকে জানানো হয় হঠকারিতা করে সিদ্ধান্ত না নিয়ে ভারতীয় ফুটবলের উন্নতির কথা মাথায় রেখে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। আইএসএল-কে স্বীকৃতি দেওয়া হলেও যেন দেশের বাকি দলগুলির স্বার্থ ক্ষুণ্ণ না হয়।

বৈঠক শেষে ইস্টবেঙ্গল সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, “শুধু দুই প্রধানই নয় আমরা দেশের বাকি ক্লাবগুলির ভবিষ্যত্ নিয়েও ভাবার জন্য অনুরোধ জানিয়েছি ফেডারেশনকে। এবং অবশ্যই দুই ক্লাবের ঐতিহ্য ও ভারতীয় ফুটবলে অবদানকে মাথায় রেখে যেন অন্তিম সিদ্ধান্ত নেওয়া হয় ইস্ট-মোহনের বিষয়ে।”

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসার কথা ইস্টবেঙ্গল-মোহনবাগানের কর্তাদের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার তিন প্রধানকে নিয়ে সভা ডেকেছেন ক্রীড়ামন্ত্রী। সেখানে আইএসএল নিয়ে মুখ্যমন্ত্রী কী চাইছেন তা জানাতে পারেন তিনি। তৈরি হতে পারে নতুন কৌশল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement