আবারও নিষ্ফলা ভাবে শেষ হল ইস্টবেঙ্গল-মোহনবাগান ও এআইএফএফ-র বৈঠক।
দেশের সর্বোচ্চ লিগে কলকাতার দুই প্রধানের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সোমবার দিল্লির ফুটবল হাউসে বৈঠকে বসে দুই ক্লাব ও এআইএফএফ।
ইস্টবেঙ্গলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শীর্ষ কর্তা দেবব্রত সরকার এবং সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত। অন্য দিকে মোহনবাগানের হয়ে এই সভায় প্রতিনিধিত্ব করেন ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত এবং সহ-সচিব সৃঞ্জয় বসু। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই বৈঠকে উপস্হিত ছিলেন কুশল দাস।
এ দিনের আলোচনায় যৌথ ভাবে ইস্ট-মোহনের পক্ষ থেকে জানানো হয় হঠকারিতা করে সিদ্ধান্ত না নিয়ে ভারতীয় ফুটবলের উন্নতির কথা মাথায় রেখে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। আইএসএল-কে স্বীকৃতি দেওয়া হলেও যেন দেশের বাকি দলগুলির স্বার্থ ক্ষুণ্ণ না হয়।
বৈঠক শেষে ইস্টবেঙ্গল সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, “শুধু দুই প্রধানই নয় আমরা দেশের বাকি ক্লাবগুলির ভবিষ্যত্ নিয়েও ভাবার জন্য অনুরোধ জানিয়েছি ফেডারেশনকে। এবং অবশ্যই দুই ক্লাবের ঐতিহ্য ও ভারতীয় ফুটবলে অবদানকে মাথায় রেখে যেন অন্তিম সিদ্ধান্ত নেওয়া হয় ইস্ট-মোহনের বিষয়ে।”
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসার কথা ইস্টবেঙ্গল-মোহনবাগানের কর্তাদের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার তিন প্রধানকে নিয়ে সভা ডেকেছেন ক্রীড়ামন্ত্রী। সেখানে আইএসএল নিয়ে মুখ্যমন্ত্রী কী চাইছেন তা জানাতে পারেন তিনি। তৈরি হতে পারে নতুন কৌশল।