Indian Football Association

আইএফএ-র নামে নতুন মেট্রো স্টেশন

হস্পতিবার দুপুরে নতুন এই স্টেশনের উদ্বোধন করেন মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার সাত্যকি নাথ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২০ ০৩:৪১
Share:

সল্টলেক স্টেডিয়াম স্টেশনের সঙ্গে যুক্ত হল আইএফএ-র নাম। ছবি এআইএফএফ।

বাংলার ফুটবলের স্মরণীয় দিন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক স্টেডিয়াম স্টেশনের সঙ্গে যুক্ত হল আইএফএ-র নাম। ভারতে এই প্রথম কোনও স্টেশনের সঙ্গে জুড়ল ক্রীড়া সংস্থার নাম।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে নতুন এই স্টেশনের উদ্বোধন করেন মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজার সাত্যকি নাথ।

প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, তনুময় বসু, মানস ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায় ও রঞ্জন ভট্টাচার্যদের সঙ্গে অনুষ্ঠানে হাজির ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, বাংলার ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সচিব জয়দীপ মুখোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন: দিল্লি প্রায় নিখুঁত দল হয়ে উঠেছে

যুবভারতী সংলগ্ন নতুন এই মেট্রো স্টেশন সাজানো হয়েছে কিংবদন্তি প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামীর ছবি দিয়ে।

আরও পড়ুন: রাহুল, নাম তো শুনা হি হোগা​

নতুন মেট্রো স্টেশন উদ্বোধনের দিনেই ফুটবল ফিরল ভারতে। বৃহস্পতিবার আই লিগের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে দুপুরে যুবভারতীতে ভবানীপুর ২-০ হারাল বেঙ্গালুরু ইউনাইটেডকে। বিকেলে কল্যাণী স্টেডিয়ামে কোনও মতে গাড়োয়াল এফসিকে ১-০ হারিয়ে যাত্রা শুরু করল মহমেডান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement