Football

অবশেষে এল স্বস্তির জয়, অবনমনের আতঙ্ক কাটাল ইস্টবেঙ্গল

ঘরের মাঠে এই ইন্ডিয়ান অ্যারোজের কাছেই হেরে গিয়েছিল লাল-হলুদ শিবির। এ দিন অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি ইস্টবেঙ্গলের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৬
Share:

গোলের পরে ইস্টবেঙ্গল ফুটবলারদের উচ্ছ্বাস।

ইস্টবেঙ্গলইন্ডিয়ান অ্যারোজ

Advertisement

(কোলাডো, আশির আখতার, ডিকা ) (বিক্রম প্রতাপ সিংহ)

ইস্টবেঙ্গলে কোচ হয়ে এসে প্রথম জয় পেলেন মারিয়ো রিভেরা। সোমবার মুম্বইয়ে লাল-হলুদ শিবির ৩-১ হারাল ইন্ডিয়ান অ্যারোজকে। আর এই জয়ের ফলে অবনমনের আতঙ্ক কাটিয়ে ফেলল ইস্টবেঙ্গল। লিগ টেবলে ছ’ নম্বরে উঠে এল তারা।

Advertisement

ঘরের মাঠে এই ইন্ডিয়ান অ্যারোজের কাছেই হেরে গিয়েছিল লাল-হলুদ শিবির। সে দিক থেকে দেখলে, এ দিন ম্যাচ জেতায় আগের হারের প্রতিশোধ নিলেন হাইমে কোলাডো-কাশিম আইদারারা।

ইদানীং কোলাডোর পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ইস্টবেঙ্গল সমর্থকরা। সোমবার ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে কোলাডো গোল করলেন এবং করালেনও।

আরও পড়ুন: শ্রীনিবাসের দৌড়ের সময় কোন ঘড়িতে মাপা হল? বোল্ট-তুলনায় বিস্মিত অ্যাথলিট মহল

খেলার ৬ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলের স্পেনীয় ফুটবলার। দ্বিতীয়ার্ধে কোলাডোর কর্নার থেকেই হেডে গোল করেন লালরিনডিকা রালতে। ৬৭ মিনিটে ইস্টবেঙ্গল ৩-১ করে ম্যাচ নিয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

তার আগে অবশ্য ইন্ডিয়ান অ্যারোজ সমতা ফেরায় খেলার ৫৪ মিনিটে। বিক্রম প্রতাপ সিংহের দুরন্ত গোলে ১-১ করে ইন্ডিয়ান অ্যারোজ। তাঁর গোলটি বেশ ভাল। মাঝমাঠ থেকে লম্বা বল ধরে একটা ছোট্ট টোকায় মেহতাব সিংহকে পিছনে ফেলে দেন বিক্রম প্রতাপ। গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন লাল-হলুদ গোলকিপার রালতে। বিক্রম প্রতাপ লাল-হলুদের জালে জড়িয়ে দেন বল। তার আগে এই বিক্রম প্রতাপই পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন।

৬২ মিনিটে আশির আখতার ২-১ করেন ইস্টবেঙ্গলের হয়ে। লাল-হলুদের জয়ের দিনেই খবর জনি অ্যাকোস্টা খুব শীঘ্রই পা রাখছেন শহরে। বিশ্বকাপ খেলা অ্যাকোস্তা ফিরলে ইস্টবেঙ্গলের ডিফেন্স যে শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: ট্রায়ালেই নামতে চাইছেন না ‘ভারতের উসেইন বোল্ট’ শ্রীনিবাস!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement