খেতাব ইস্টবেঙ্গলের, রেফারি বিতর্কে বাগান

শুরতেই মোহনবাগানের ‘ডার্বি বয়’ আজহারউদ্দিন টিমকে এগিয়ে দেওয়ার পর ইস্টবেঙ্গলের লালদামাউইয়া রালতে বিরতির একটু আগে ১-১ করা পর্যন্ত সে ভাবে মাঠ উত্তপ্ত হয়নি। কিন্তু বিরতির পরেই বদলে যায় ম্যাচের আবহ।

Advertisement

রতন চক্রবর্তী

শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৪৮
Share:

শিলিগুড়িতে লাল-হলুদ উৎসব।

কাঞ্চনজঙ্ঘার আকাশে ফের উড়ল লাল-হলুদ আবির। গ্যালারিতে জ্বলে উঠল মশাল। চতুর্থীর রাতেই ইস্টবেঙ্গল সমর্থকদের আনা ঢাকের বাদ্যিতে শুরু হয়ে গেল দুর্গোৎসব।

Advertisement

শিলিগুড়িকে বলা হয় ইস্টবেঙ্গলের শহর। সেখানেই টানা অষ্টম বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে ফেলল তারা। লিগের দীর্ঘ ইতিহাসে যা কখনও কোনও ক্লাব পারেনি।

শুধু তাই নয়, বহু বছর পর গোল পার্থক্যে ফয়সালা হল কলকাতা প্রিমিয়ার লিগের। এবং সেটা শেষ হল নাটকীয় এক ডার্বিতে। কিন্তু খেলা ২-২ গোলে অমীমাংসিত হলেও ম্যাচ নিয়ে উত্তপ্ত হল স্টেডিয়াম।

Advertisement

ড্র করলেই চ্যাম্পিয়ন হতো ইস্টবেঙ্গল। মোহনবাগানের দরকার ছিল জয়ের। সেই ম্যাচে দু’বার এগিয়ে থেকেও আনসুমানা ক্রোমা-রা জিততে পারলেন না। খেতাব নিয়ে গেল থালিদ জামিলের টিম।

জোড়া লাল কার্ড, জোড়া পেনাল্টি হল। জোড়া লাল কার্ডের জেরে শেষ ছয় মিনিট দু’দলই খেলল দশ জনে। রেফারিকে ধাক্কা দেওয়ার মতো ন্যক্করজনক ঘটনাও ঘটালেন মোহনবাগানের ফুটবলাররা। আইএফএ-র এক সহ-সচিবও হেনস্থা হলেন বাগান কর্তাদের হাতে।

আরও পড়ুন: আটে আট করে লক্ষ্য আই লিগ

শুরতেই মোহনবাগানের ‘ডার্বি বয়’ আজহারউদ্দিন টিমকে এগিয়ে দেওয়ার পর ইস্টবেঙ্গলের লালদামাউইয়া রালতে বিরতির একটু আগে ১-১ করা পর্যন্ত সে ভাবে মাঠ উত্তপ্ত হয়নি। কিন্তু বিরতির পরেই বদলে যায় ম্যাচের আবহ। মোহনবাগান পেনাল্টি পায়। আনসুমানা ক্রোমা গোল করায় ২-১ হওয়ার পর তীব্র চাপ তৈরি করে আল আমনা-রা। তার জেরেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সিদ্ধান্ত সঠিক নয় দাবি তুলে সহকারী রেফারি কুনাল সরকারকে ঘিরে ধরেন শিল্টন পাল, কিংসলে, কিংশুক দেবনাথরা। দৌড়ে যান রেফারি রঞ্জিত বক্সি, অন্য দিকের সহকারী রেফারি বিপ্লব পোদ্দার। খেলা বন্ধ হয়ে যায়।

আল আমনা পেনাল্টিতে গোল শোধ করার পর স্কোর ২-২ হতেই উত্তাপ বেড়ে যায় খেলার। ইস্টবেঙ্গলের বদলি ফুটবলার সুরাবুদ্দিন মল্লিককে বিশ্রী ট্যাকল করায় মোহনবাগান অধিনায়ক কিংশুক দেবনাথ-কে লাল কার্ড দেখান রেফারি। কিংশুক গিয়ে ধাক্কা মারেন রেফারিকে। বাগানের অন্য ফুটবলাররাও আক্রমণে যোগ দেন। একটু পরেই কার্ড দেখেন ইস্টবেঙ্গলের সুরাবুদ্দিন।

খেলা শেষে যখন আমনা-মহম্মদ রফিকরা কলকাতা লিগ খেতাব জেতার আনন্দে উদ্বেল, তখন দেখা যায় রেফারির দিকে তেড়ে যাচ্ছে পুরো মোহনবাগান রিজার্ভ বেঞ্চ। খেলা শেষের প্রায় ৪৫ মিনিট পরে দুই প্রধানের ফুটবলারদের বাসে করে হোটেলে নিয়ে যায় পুলিশ। আনন্দ আর হতাশায় তখন স্টেডিয়াম ফাঁকা।

ছবি: বিশ্বরূপ বসাক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement