East Bengal U18

ফিরতি যুব ডার্বিও জিতল ইস্টবেঙ্গল

অনূর্ধ্ব ১৮-র যুব ডার্বি নিয়ে প্রতিবারই নানা ঝামেলা হয়। এ বারও সে কথা মাথায় রেখে প্রচুর পুলিশ মোতায়েন ছিল মোহনবাগান মাঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:২৩
Share:

নায়ক: ইস্টবেঙ্গলের গোলদাতা সালাম জনসন সিংহ। নিজস্ব চিত্র

দাদারা পারছেন না, ভাইরা কিন্তু করে দেখাচ্ছেন।

Advertisement

যুবদের ফিরতি ডার্বিতেও জিতল ইস্টবেঙ্গল। মঙ্গলবার কড়া নিরাপত্তায় মোড়া মোহনবাগান মাঠে গিয়ে তাদেরই হারিয়ে এলেন রঞ্জন চৌধুরীর ছেলেরা। প্রথম পর্বে লাল-হলুদ জিতেছিল ২-১ গোলে। এ দিন ১-০ ফলে। বিরতিতে ম্যাচ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি গোল করেন সালাম জনসন সিংহ।

অনূর্ধ্ব ১৮-র যুব ডার্বি নিয়ে প্রতিবারই নানা ঝামেলা হয়। এ বারও সে কথা মাথায় রেখে প্রচুর পুলিশ মোতায়েন ছিল মোহনবাগান মাঠে। দু’দলের সমর্থকদের জন্য আলাদা গ্যালারি নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। মাঝে মধ্যে উত্তজনা ছড়ালেও বড় কোনও ঝামেলা অবশ্য হয়নি। তবে গোলটি নিয়ে মাঠে সামান্য বিতর্ক হয়। ডানদিক থেকে উড়ে আসা বলে হেড করে গোল করেন সালাম। পোস্টে লেগে সেটি গোললাইন অতিক্রম করার পর তা ধরেন মোহনবাগান গোলকিপার সঞ্জিত মণ্ডল। সবুজ-মেরুনের ফুটবলাররা দাবি করেন, বল গোললাইন অতিক্রম করেনি। রেফারি অবশ্য সেই দাবি মানেননি।

Advertisement

ডার্বির গোলদাতা সালামের বাড়ি ইম্ফলে। এটি ছিল তাঁর তৃতীয় ম্যাচ। ইস্টবেঙ্গলের সিনিয়র দলে গত বছর খেলে যাওয়া সালামরঞ্জন সিংহের আত্মীয় এই সালাম। জোড়া ডার্বি জিতলেও ইস্টবেঙ্গল যে পরের পর্বে যাবে তা এখনও নিশ্চিত নয়। ইস্টবেঙ্গলের পয়েন্ট এখন ২২। লিগ টেবলের শীর্ষে আছে এটিকে। যুব দলের কোচ রঞ্জন চৌধুরী বলছিলেন, ‘‘অনেক ম্যাচ এখনও বাকি আছে। তবে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল এটিকে-কে হারানো। তা হলেই পরের পর্বে যাওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে যেতে পারব আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement