Football

ক্রেসপি গেলেন, ইস্টবেঙ্গলে এলেন টনির বন্ধু ভিক্টর পেরেজ

ক্রেসপি মার্তি ডিফেন্ডার। তাঁকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না লাল-হলুদ-এর কোচ মারিয়ো রিভেরা। আইজলের বিরুদ্ধে ম্যাচে তাঁকে প্রথম ১৮-তেও রাখেননি মারিয়ো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ২০:২১
Share:

পেরেজ এলেন। মার্তি গেলেন।

ক্রেসপি মার্তিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। তাঁর বদলে স্পেন থেকে উড়িয়ে আনা হচ্ছে ভিক্টর পেরেজকে।

Advertisement

ক্রেসপি মার্তি ডিফেন্ডার। তাঁকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না লাল-হলুদ-এর কোচ মারিয়ো রিভেরা। আইজলের বিরুদ্ধে ম্যাচে তাঁকে প্রথম ১৮-তেও রাখেননি মারিয়ো। বুঝিয়ে দিচ্ছিলেন তাঁর দলে জায়গা হবে না ক্রেসপির।

স্পেনীয় ডিফেন্ডারের বিকল্প হিসেবে মাঝমাঠের ফুটবলার চেয়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ। সেই মতো বেঙ্গালুরুতে খেলা ভিক্টর পেরেজকেই নিচ্ছে ইস্টবেঙ্গল। অর্থাৎ ডিফেন্ডারের পরিবর্তে আই লিগের বাকি ম্যাচগুলোর জন্য আনা হচ্ছে ফ্রি প্লেয়ার পেরেজকে।

Advertisement

২০১৮ সালে বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন ভিক্টর পেরেজ। সে বার বেঙ্গালুরুর জার্সি পরে একটি মাত্র ম্যাচ খেলেন পেরেজ। তাঁর সঙ্গে খেলেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার টনি ডোভালও। তিনি বলছিলেন, ‘‘ভিক্টর পেরেজ ডিফেন্সিভ মিডফিল্ডার। বল নিয়ে খেলতে পছন্দ করে। কাশিম আইদারাও ডিফেন্সিভ মিডফিল্ডার, শারীরিক দিক থেকে শক্তিশালী। দু’ জনেই খুব ভাল ফুটবলার। ভিক্টরকে পাওয়ায় লাভ হবে ইস্টবেঙ্গলেরই।’’

স্পেনের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে ভিক্টর পেরেজ-এর। এমএলএস-এ ( মেজর লিগ সকার) খুব অল্প সময়ের জন্য নেমেছিলেন এই স্পেনীয় মিডফিল্ডার। এ বার তাঁর পিঠে উঠছে ইস্টবেঙ্গলের জার্সি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement