Ansumana Kromah

ক্রোমার বিদায়, সই জনির

ক্রোমাকে ছাড়া নিয়েও লাল-হলুদ অন্দরমহলে বিভাজনের ছবি স্পষ্ট হয়ে উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ০৪:৩৫
Share:

শ্রীনগর রওনা হওয়ার চব্বিশ ঘণ্টা আগে আনসুমানা ক্রোমাকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল।

পূর্বাভাস ছিলই। আই লিগে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলতে শ্রীনগর রওনা হওয়ার চব্বিশ ঘণ্টা আগে আনসুমানা ক্রোমাকে ছেঁটে ফেলে জনি আকোস্তার নাম নথিভুক্ত করল ইস্টবেঙ্গল।

Advertisement

ক্রোমাকে ছাড়া নিয়েও লাল-হলুদ অন্দরমহলে বিভাজনের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। চলতি আই লিগে আটটি ম্যাচ মাত্র একটি গোল করলেও লাইবেরীয় স্ট্রাইকারকে রেখে দেওয়ার জন্য মরিয়া ছিলেন ক্লাবের এক শীর্ষ কর্তা। কিন্তু বেঁকে বসেন কোচ মারিয়ো রিভেরা। কারণ, গত ২৩ ফেব্রুয়ারি ইম্ফলে ট্রাউয়ের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রোমাকে তুলে ভিক্তর পেরেস আলন্সোকে নামান লাল-হলুদ কোচ। লাইবেরীয় স্ট্রাইকার মাঠের মধ্যেই কোচের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অভিযোগ করেন, প্রথম দিন থেকেই মারিয়ো তাঁকে অপমান করছেন। মানসিক অত্যাচার চালাচ্ছেন। এখানেই শেষ নয়। সতীর্থদের বিরুদ্ধে তাঁকে পাস না দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন ক্রোমা। কলকাতায় ফিরেই ক্লাব কর্তাদের কাছে কোচের বিরুদ্ধে নালিশ করেন তিনি। এই ঘটনার পরেই কার্যত ক্রোমার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। শুক্রবার সরকারি ভাবে ক্রোমাকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement