SC East Bengal

SC East Bengal: কলকাতা লিগেও খেলুক দল, চায় ইস্টবেঙ্গল ক্লাব

আইএফএ-র দেওয়া নতুন ক্রীড়াসূচী অনুসারে মঙ্গলবার প্রথম ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে খেলার কথা এসসি ইস্টবেঙ্গলের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২১:০৭
Share:

সমর্থকদের কথা ভেবে কলকাতা লিগেও খেলতে চায় লাল-হলুদ। ফাইল চিত্র

শুধু আইএসএল নয়, কলকাতা লিগেও খেলতে চায় ইস্টবেঙ্গল। বুধবার শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তিজট ‘সাময়িক’ কেটে যাওয়ার পর তাঁদের ইচ্ছার কথা জানান ক্লাব কর্তারা। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘আমরা কলকাতা লিগ খেলতে চাই। আমরা বিনিয়োগকারীদেরও বিষয়টা জানাব।’’

Advertisement

আইএফএ-র দেওয়া নতুন ক্রীড়াসূচী অনুসারে মঙ্গলবার প্রথম ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে খেলার কথা এসসি ইস্টবেঙ্গলের। তবে হাতে সময় মাত্র ছয় দিন। এর মধ্যে দল গঠন করে খেলার দাবি বাস্তব সম্মত কিনা জানতে চাওয়া হলে ক্লাব কর্তা অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা সাহায্য করতে প্রস্তুত রয়েছি। আমাদের কাছে দল তৈরি আছে। তবে আমরা এই বিষয়ে আগ বাড়িয়ে হস্তক্ষেপ করব না। আইএসএল-এর আগে প্রি সিজন হিসেবে কলকাতা লিগে খেলা জরুরী।’’

দল তৈরি থাকলেও প্রস্তুতি না নিয়েই খেলতে নামতে হবে এসসি ইস্টবেঙ্গলকে। তবুও দল খেলুক এটাই চান কর্তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement