বুধবার সিজিও কমপ্লেক্সে দেবব্রত সরকার নিজস্ব চিত্র
বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার। সারদা কাণ্ডে তাঁকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সকাল সাড়ে এগারটায় সিজিও কমপ্লেক্সে যান তিনি।
মঙ্গলবার দেবব্রত সরকার জানিয়েছিলেন, কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্যই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এই কাগজপত্র তিনি লোক মারফত পাঠিয়েও দিতে পারেন বলে জানিয়েছিলেন। বুধবার যদিও তাঁকে সশরীরে হাজির হতেই দেখা যায় সিজিও কমপ্লেক্সে ইডি-র দপ্তরে।
এর আগে ২০১৪ সালে সারদা মামলায় একবার গ্রেপ্তার হতে হয়েছিল দেবব্রত সরকারকে। অভিযোগ ছিল, তাঁর মাধ্যমেই সারদার সুদীপ্ত সেন সেবি ও রিজার্ভ ব্যাঙ্কের কয়েক জন কর্তার সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলেছিলেন।
বুধবার আনন্দবাজার ডিজিটালের তরফ থেকে লাল হলুদ কর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।