CAB

অনুষ্টুপ, অভিমন্যুদের ময়নাতদন্তের বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ২৩:৫৭
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফাইল চিত্র।

এ মরসুমে বাংলা দলের খারাপ খেলার ময়নাতদন্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে সিএবি। সেই বৈঠকে আমন্ত্রণ জানানোহচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। এই সভায় কোচ অরুণ লাল ও তাঁর সহকারীদেরও ডাকা হবে। কয়েকজন সহকারীর ওপর কোপওপড়তে পারে। তবে কোচ হিসেবে থেকে যাবেন অরুণ লাল।

Advertisement

মঙ্গলবার সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন,‘‘বৃহস্পতিবারের বৈঠকের পর বাংলার সিনিয়র দল ও যুব দলের সহকারীকোচদের বদল করে নতুন ভাবে ভিশন ২০২৫ এর রূপরেখা তৈরি করা হবে। দলের ভিডিয়ো বিশ্লেষককে বলা হয়েছে কিছুভিডিয়ো ক্লিপিংস তৈরি করে রাখতে। তার ওপর ভিত্তি করেই পরবর্তী রূপরেখা তৈরি করবেন বাংলার কোচরা।’’

শুধু তাই নয়, এবার স্থানীয় ক্রিকেটে বয়স ভাঁড়ানো নিয়েও কড়া হতে চাইছে সিএবি। বুধবার এ নিয়েও বৈঠকে বসবেন বয়সনির্ধারক কমিটির সদস্যরা। অভিষেক বলেন,‘‘অনূর্ধ্ব ১৯ দলের তালিকা তৈরির আগে আমরা স্থানীয় ক্রিকেটে বয়স ভাঁড়ানোবন্ধ করতে চাই। সেই অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করছি। সমস্ত শংসাপত্র খতিয়ে দেখা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement