ভাইচুং ভুটিয়া। ছবি — ফেসবুক।
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগোক ইস্টবেঙ্গল। ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া এমনই পরামর্শ দিচ্ছেন তাঁর পুরনো ক্লাব ইস্টবেঙ্গলকে।
আগের বিনিয়োগকারী সংস্থা কোয়েসের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়েছে ইস্টবেঙ্গলের। নতুন ইনভেস্টরের খোঁজে রয়েছেন ক্লাব কর্তারা। এ দিকে আইএসএল-এ যোগদানের জন্য যথেষ্ট সময়ও হাতে নেই ইস্টবেঙ্গলের। ভাইচুং বলছেন, ‘‘ইস্টবেঙ্গল ভারতের অন্যতম বড় ক্লাব। আইএসএল-এর যেমন ইস্টবেঙ্গলকে দরকার, তেমনই ইস্টবেঙ্গলেরও আইএসএল-কে দরকার। তবে সমস্যা হল, কোনও ইনভেস্টর যদি মেজর শেয়ার চায়, তা হলে কি ক্লাবকর্তারা তা মেনে নেবেন?’’
ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ও একজন ভক্ত হিসেবে ‘পাহাড়ি বিছে’চান তাঁর পুরনো ক্লাব আইএসএল-এ খেলুক। ভাইচুং বলছেন, ‘‘তবে এ বার কি ইস্টবেঙ্গলের পক্ষে আইএসএল-এ খেলা সম্ভব? এটা খুব কঠিন বলেই মনে হচ্ছে।’’
আরও পড়ুন: ‘ক্লাবের হয়ে রক্ত ঝরিয়েছি, ইস্টবেঙ্গল মনেই রাখেনি’, আক্ষেপ সেই বাংলাদেশি গোলমেশিনের
তবে আইএসএল খেলার জন্য ইস্টবেঙ্গলকে সংগঠিত হওয়ার পরামর্শ দিচ্ছেন ভাইচুং। না হলে আইএসএল খেলার কোনও অর্থই নেই বলে মনে করেন তিনি। কিন্তু আইএসএল খেলতে গেলে অর্থের প্রয়োজন। আগের বিনিয়োগকারী সংস্থা কোয়েসের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়েছে ইস্টবেঙ্গলের। নতুন ইনভেস্টরের খোঁজ করছেন ক্লাবকর্তারা।
ভাইচুং বলছেন, ‘‘কোয়েস ও ইস্টবেঙ্গলের শেষটা ভাল হয়নি। আর এই ধরনের ব্যাপার ইস্টবেঙ্গল এবং কোয়েসের ভাবমূর্তির জন্য মোটেও ভাল নয়। ভবিষ্যতে যাতে আগের ভুল ত্রুটি না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। কর্পোরেট জগতে ক্লাবের সুনাম নষ্ট হচ্ছে। ক্লাবের সুনামে্র জন্য এটা মোটেও ভাল নয়। মাঠের ভিতরে এবং বাইরে পরিবর্তন হবেই। ইস্টবেঙ্গলকে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমি যখন ইস্টবেঙ্গলে খেলতাম, তখন পরিস্থিতি অন্যরকম ছিল। কিন্তু এখন সময় বদলে গিয়েছে।’’